
Published on: মে ৩০, ২০২১ @ ১৮:১৭
এসপিটি নিউজঃ মধ্যপ্রদেশের কানহা টাইগার রিজার্ভে গতকাল এক নয়া হস্তিশাবকের জন্ম হয়েছে। মা হাতি ও তার বাচ্চা দু’জনেই সুস্থ আছে। ন্যাশনাল টাইগার কনজার্ভেশন অথোরিটি আজ এক ট্যুইট-এর মাধ্যমে ভিডিও প্রকাশ করে এই সংবাদ জানিয়েছে।
ন্যাশনাল টাইগার কনজার্ভেশন অথোরিটি জানিয়েচ্ছে, মধ্যপ্রদেশের কানহা টাইগার রিজার্ভে সুসংবাদ।বিভাগীয় হাতি ‘বনমালা’ ২৯ মে একটি পুরুষ হস্তিশাবকের জন্ম দিয়েছে।রিজার্ভের হাতি বিভাগ শিকার এবং টিগার রিজার্ভে যথাযথ নজর রেকেহ তদারকির মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
Good news from Kanha Tiger Reserve, Madhya Pradesh! Departmental elephant 'Vanmala' delivered a male calf on 29th May.
DYK? Departmental elephants play a very important role in anti-poaching and monitoring activities of tiger reserves. pic.twitter.com/3bcOwu17bX
— National Tiger Conservation Authority (@ntca_india) May 30, 2021
কানহা টাইগার রিজার্ভ, কানহা – কিসলি জাতীয় উদ্যান নামেও পরিচিত। ভারতের অন্যতম বাঘ সংরক্ষণাগার এবং মধ্য প্রদেশ রাজ্যের বৃহত্তম জাতীয় উদ্যান। বর্তমান কানহা অঞ্চলটি দুটি সুরক্ষিত অঞ্চল, যথাক্রমে- হলন এবং বানজারে বিভক্ত।কানহা জাতীয় উদ্যানটি ১৯৫৫ সালের ১ জুন নির্মিত হয়েছিল এবং ১৯৭৩ সালে একটি বাঘ সংরক্ষণের জন্য মনোনীত করা হয়েছিল। বর্তমানে এটি মন্ডলা ও বালাগাট দুটি জেলাতে 940 কিলোমিটার (360 বর্গ মাইল)পর্যন্ত বিস্তৃত।
Published on: মে ৩০, ২০২১ @ ১৮:১৭