
Published on: ফেব্রু ৫, ২০২১ @ ১০:৪৫
এসপিটি নিউজ, কলকাতা, ৫ ফেব্রুয়ারি: সারা দেশের মধ্যে কলকাতা বিমানবন্দর এক বিশেষ স্থান অধিকার করে আছে। করোনাকালেও তারা তাদের সেই ঐতিহ্য অব্যাহত রেখে চলেছে। গত 3 ফেব্রুয়ারি কলকাতা বিমানবন্দরে 36 হাজারেও বেশি যাত্রী আনাঙ্গোনা করেছে। যা তাদের অগ্রগতিকেই প্রমাণ করেছে।
কলকাতা বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, 2021 সালের 3 ফেব্রুয়ারি কলকাতা বিমানবন্দরে মোট 308 টি বিমান ওঠা-নামা করেছে। ওই দিন মোট 36 হাজার 800 জন যাত্রী কলকাতা থেকে যাত্রা করেছে ও কলকাতায় এসেছেন।কলকাতা বিমানবন্দর যাত্রীদের এই উপস্থিতি দেখে বেশ সন্তুষ্ট।
#KolkataAirport, going ahead at a notable pace!
On 3rd Feb'21, about 36.8K passengers made their travel to & from Kolkata @aaikolairport, by taking a total of 308 flights. AAI is glad that all passengers continue to fly with us. #TogetherAgainstCorona pic.twitter.com/i4d46JyaL1— Airports Authority of India (@AAI_Official) February 4, 2021
এর আগে গত 31 জানুয়ারি কলকাতা বিমানবন্দরে মোট 12 টি আন্তর্জাতিক
উড়ান ওঠা-নামা করেছে। এতে মোট 1144জন যাত্রী যাতায়াত করেছেন।কলকাতা বিমানবন্দর এই সমস্ত যাত্রীদের সহায়তা করেছে।
বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, টার্মিনাল বিল্ডিং-এ থাকা তাদের করোনা যোদ্ধারা যাত্রীদের পাশে থেকে সমস্ত রকমের সহায়তা করেছে। সেখানে ব্যাগ স্যানিটাইজ করা থেকে শুরু করে যাত্রীদের যাতায়াতের পথকে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে সমস্ত সুরক্ষা ব্যবস্থা বহাল রেখেছেন।
Published on: ফেব্রু ৫, ২০২১ @ ১০:৪৫