কলকাতায় ১৯ মার্চ সিন্ধি নববর্ষ উদযাপন করবে বিশ্ব সিন্ধি সেবা সঙ্গমের প্রদেশ কমিটি

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ১৩, ২০২৩ @ ১৭:০৯
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৩ ফেব্রুয়ারি: কলকাতায় রবিবার বিশ্ব সিন্ধি সেবা সঙ্গমের পশ্চিমবঙ্গ শাখার বছরের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রদেশের সভাপতি অনিল পাঞ্জাবির নেতৃত্বে নয়া কমিটির সদস্যদের নাম ঘোষিত হয়। সকল সদস্যরা এদিন এক সভায় তাদের কর্মসূচি ঠিক করে নেয়, যার মধ্যে আছে সিন্ধি নববর্ষ উদযাপন।

বিশ্ব সিন্ধি সেবা সঙ্গমের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি অনিল পাঞ্জাবি এদিন নয়া কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। তার হলেন- ললিত কালওয়ানি (ভাইস প্রেসিডেন্ট), নরেশ আর পারনানি(সেক্রেটারি), কিসিন খৈরাজানি(ট্রেজারার)। কমিটি মেম্বাররা হলেন- অর্জুন ওসওয়ানি, কিশোর সামতানি, পায়েল বারওয়ানি, দিব্যা কালওয়ানি, নিতা পাঞ্জাবি, অনিতা নানকানি, কিশোর চৈত্রমণি, দিব্যা পারনানি, ভরত শর্মা, ঊষা চৈত্রমণি, জ্যাকি সামতানি।

এদিনের আলোচনায় সিন্ধি ভাষা, সংস্কৃতি, উৎসবের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়। একই সঙ্গে উচ্চ শিক্ষায় নারীদের সাহয্যের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়। বলা হয় যে সিন্ধি সম্প্রদায়ের বিয়েতে যেন গুরুত্ব দেওয়া হয়। সিন্ধি ভাষাকে যাতে সম মর্যাদা দেওয়া হয় সেই বিষয়ে কমিটিতে বিশেষভাবে আলোকপাত করা হয়।

একই সঙ্গে দিনের সভায় কয়েকটি প্রস্তাব গ্রহণ করা হয়। তার মধ্যে রয়েছে ২৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য শিবির, ৭ই মার্চ হোলি উদযাপন, ১৯ মার্চ চেতি চাঁদ (সিন্ধু নববর্ষ)। সেদিন নাচ-গানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হবে। সেখানে সিন্ধি লোক নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হবে। রাজস্থান থেকে শিল্পীরা আসছেন।

 

Published on: ফেব্রু ১৩, ২০২৩ @ ১৭:০৯


শেয়ার করুন