Published on: এপ্রি ৯, ২০২১ @ ১৮:২৯
এসপিটি নিউজ: কোভিড মহামারীর ধাক্কায় বেসামাল রাজস্থানের জয়পুরের গয়না ব্যবসায়ীরাও। পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় গয়না ব্যবসা এখনও সেভাবে লাভের মুখ দেখছে না। আর তা নিয়েই উদ্বেগ প্রকাশ করলেন জয়পুরের এক গয়না ব্যবসায়ী।
Jaipur: Jewellers in Jaipur say their business is hit due to resurgence of Covid19.
Only those who have functions in their houses are coming to buy jewellery. Tourists are also coming in fewer numbers in Jaipur resulting in slow sale: A jewellery shop owner pic.twitter.com/CaeNaXZsiQ— ANI (@ANI) April 9, 2021
সংবাদ সংস্থা এএনআই জয়পুরের এক গয়না ব্যবসায়ীকে উদ্ধৃত করে জানিয়েছে- কোভিড-১৯ নতুন করে বেড়ে যাওয়ার কারণে তাদের ব্যবসা দারুনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদ সংস্থাকে ওই ব্যবসায়ী জানিয়েছে যে যাদের বাড়িতে অনুষ্ঠান আছে শুধুমাত্র তারাই গয়না কিনতে আসছেন।
এমনকী, করোনার জেরে জয়পুরের পর্যটকদের আনাগোনাও আগের চেয়ে অনেক কম। তাই বিক্রি সেভাবে হচ্ছে না। অত্যন্ত দীরে চলছে ব্যবসা। এভাবেই উদ্বেগ প্রকাশ করেন এক গয়না ব্যবসায়ী।
Published on: এপ্রি ৯, ২০২১ @ ১৮:২৯