
সংবাদদাতা-সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়
Published on: জানু ১৪, ২০১৮ @ ২২:১৯
এসপিটি নিউজ, গঙ্গাসাগর, ১৪ জানুয়ারিঃ গঙ্গাসাগরে উপস্থিত থাকবেন অথচ কপিলমুনির মন্দিরে যাবেন না মন্ত্রী অরূপ বিশ্বাস তা কি হয়? না, এদিনও তা হয়নি। সবাই যখন সাগরে স্নানে ব্যস্ত তখন তিন সটান চলে গেছেন মহামুনি কপিলমুনির দরবারে। মুনিবরের কাছে তিনি কি বলেছেন তা জানা না গেলেও এতটুকু বোঝা গেছে তিনি সেখানে রাজ্যের মঙ্গল কামনাও করেছেন।
এদিন সাগরে কপিলমুনির মন্দিরে মন্ত্রী অরূপ বিশ্বাস যেতেই সেখানকার পুরোহিতদের মধ্যে ব্যস্ততা শুরু হয়ে যায়। মন্দিরের প্রধান পুরোহিত মন্ত্রী অরূপ বিশ্বাসকে আশীর্বাদ দেন। তিনি মন্ত্রীর কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশল সংবাদও নেন। তাঁকেও আশীর্বাদ করেন।
সাগরের উন্নতির জন্য মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করে চলেছেন প্রধান পুরোহিত তারও প্রশংসা করেন।
Published on: জানু ১৪, ২০১৮ @ ২২:১৯