
Published on: আগ ২৭, ২০১৮ @ ২৩:৫০
এসপিটি স্পোর্টস ডেস্কঃ জাকার্তা এশিয়ান গেমসে জ্যাভলিন থ্রো-এ ইতিহাস গড়ে সোনা জিতলেন ভারতীয় যুবক নীরজ চোপড়া। ২০ বছরের নীরজ সোমবার ৮৮.০৬ মিটার থ্রো-এর সঙ্গে সোনার পদক জিতে নেন। জ্যাভলিন থ্রো-এ এশিয়ান গেমসে পদক জেতার ক্ষেত্রে নীরজ হলেন প্রথম ভারতীয়। এই নিয়ে এবারের এশিয়ান গেমসে দু’জন ভারতীয় ইতিহাস গড়লেন। প্রতিযোগিতার হদজথম দিকে মহিলাদের কুস্তিতে ভারতের বীনেশ ফোগটও সোনা জিতে একই ভাবে ইতিহাস গড়েন।
এই বিভাগে নীরজ প্রথম থেকেই সোনার দাবিদার ছিলেন। শুরুও করেন তিনি ৮৩.৪৮ মিটার ছুঁড়ে। তবে তাঁর দ্বিতীয় থ্রো ফাউল হয়ে যায়। তবে তৃতীয় থ্রো-তে তিনি ৮৮.০৬ মিটার ছুঁড়ে সোনা জেতার রাস্তা পাকা করে ফেলেন। নীরজের পাঁচ ও ছয় নম্বর থ্রো যথাক্রমে ৮৩.২৫ ও ৮৬.৩৬ মিটার ছিল। যদিও তাঁর প্রতিদ্বন্দ্বীদের কেউই ৮৩ মিটারের বেশি ছুঁড়তে পারেননি।
এই বিভাগে চিন রূপো ও পাকিস্তান ব্রোঞ্জ জেতে।হরিয়ানার ছেলে নীরজ গত দু’বছরে অনুর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে কমনওয়েলথ গেমস সবেতেই মেডেল জিতেছেন। এই বছর তিনি গোল্ড কোস্ত কমওয়েলথ গেমসে ৮৬.৪৭মীতার ছুঁড়ে সোনা জিতেছিলেন।
Published on: আগ ২৭, ২০১৮ @ ২৩:৫০