
এসপিটি নিউজ ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের লাইন অব কন্ট্রোল (এলওসি) -এ দুই সেনা চৌকিতে তুষারধ্বসের পর পর পাঁচ জওয়ান নিখোঁজ বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম গ্রটার কাশ্মীর সূত্রে এই খবর জানা গেছে। অনুপস্থিত ছিল বলে পুলিশ জানিয়েছে।সোমবার সন্ধ্যায় কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে দুই জওয়ান নিখোঁজ হওয়ার পর তিনজন নিখোঁজ হয়েছে মঙ্গলবার সকালে বন্দিপড়া জেলার গুরজ সেক্টরে আরও তিনজন জওয়ানের নিখোঁজ হওয়ার খবর দিয়েছে ঐ সংবাদ মাধ্যম।তীব্র তুষারপাতের ফলে উদ্ধার অভিযান ব্যাহত হয় বলে পুলিশ জানিয়েছে।
সোমবার সন্ধ্যায় কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে দুটি সৈন্যের নিখোঁজ রয়েছে এবং তিনজন নিখোঁজ হয়েছে মঙ্গলবার সকালে বদিপাড়া জেলার গুরজ সেক্টরে।”এলাকায় তীব্র তুষারপাত রক্ষা অভিযান ব্যাহত হয়,” একটি পুলিশ কর্মকর্তা বলেন।সোমবার সন্ধ্যায় ভারী তুষারপাতের কারণে গুরেজে ৫ ফুট গভীর তুষারপাত ঘটে।ছবি সৌজন্যঃ গ্রেটার কাশ্মীর