সংবাদদাতা– ডা. সৌমিত্র পন্ডিত ও বিশান রায়
Published on: ডিসে ২৩, ২০১৮ @ ১৬:৪৪
এসপিটি নিউজ, সিউড়ি(বীরভূম), ২৩ ডিসেম্বর : পশ্চিমবঙ্গে কৃষি নিয়ে নানা ধরনের কাজ হয়ে চলেছে। কৃষি বিষয়ক কাজকে তাই আরও বাড়িয়ে নিয়ে যেতে নানা রকমের প্রয়াস জারি আছে। কৃষকদের অনুপ্রাণিত করতে তাই রাজ্যজুড়ে কিছু উদ্যোগও নেওয়া হয়েছে। যার মধ্যে কৃষি মেলা অন্যতম। কৃষি মেলার পাশাপাশি হয়ে চলেছে প্রাণীসম্পদ মেলা যা গ্রামীণ অর্থনীতিতে এক আশাজনক দিশা দেখিয়েছে ইতিমধ্যে।বীরভূমের ময়ূরেশ্বরে এভাবেই অনুপ্রাণিত করার উদ্যোগ নেওয়া হল কৃষকদের।
১৭ই ডিসেম্বর থেকে শুরু হয়েছিল এই মেলা। তিনদিন ধরে এই মেলায় কৃষি ও প্রাণী সম্পদের নানা দিক তুলে ধরেন কৃষকরা। কি ছিল না সেখানে বলতে পারেন। মাটি, কৃষি, উদ্যানপালন, মৎস্যসমবায়, প্রাণীসম্পদ সব কিছু। ময়ূরেশ্বর-২ নম্বর ব্লকের কোটাসুর স্কুল পরিদর্শকের মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন বিধায়ক অভিজিৎ রায়।
মেলায় প্রদর্শিত হয় কৃষি ও কৃষি সংশ্লিষ্ট সব দফতরের প্রদর্শনী।স্বাস্থ্য দফতরের সচেতনতা মূলক প্রদর্শনী ও বিনামূল্যে প্রাথমিক কিছু ওষুধ বিতরন।প্রাণীসম্পদ বিকাশ দফতরের উদ্দেশ্য নিয়ে বিনামূল্যে প্রাণী চিকিৎসা ও ওষুধপ্রদান।মৎস্য চাষ প্রশিক্ষন নিয়ে ছিল এক মিছিল।
মেলায় ছিল রাজ্য মৎস্য দফতর, রেশম শিল্প দফতর, কৃষি বিপনন দফতরের স্টল।এছাড়াও ছিল হস্তশিল্প প্রদর্শনী, রাজ্য খাদ্য দফতরের নানা প্রদর্শনী এবং কিছু সার ও ট্র্যাক্টরের নমুনা প্রদর্শনও।
কৃষি প্রধান রাজ্যে কৃষকের স্বার্থে সারা রাজ্যজুড়ে এই মেলা অনুপ্রাণিত করেছে রাজ্যের কৃষকদের।মেলাতে একই সঙ্গে প্রদর্শিত হয়েছে বাংলার চিরায়ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অবশ্যই বীরভূমের মাটি ও হৃদয়ের সঙ্গে লেগে থাকা ঐতিহ্যের বাউলগান।ফসল প্রদর্শনী ও প্রতিযোগিতার পাশাপাশি সফল কৃষকদের সম্মান প্রদান করা হয় এই মেলায়।যা আগামী দিনে কৃষকদের এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।
Published on: ডিসে ২৩, ২০১৮ @ ১৬:৪৪