
Published on: অক্টো ১, ২০১৮ @ ০৮:১৩
এসপিটি নিউজ ডেস্কঃ তাদের মধ্যে এই রীতি চলে আসছে সেই ২০০০ সাল থেকে। উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়ার মধ্যে সুসম্পর্কের এ এক প্রতীকি রূপ। এবারও সেই রীতি বজায় রইল। সম্প্রতি শেষ হওয়া পিয়ংইয়ং সামিট শেষ হওয়ার পর উত্তর কোরিয়া প্রেসিডেন্ট কিম জং উন দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট মুভ জায় ইন-কে পাঠালেন এক জোড়া “পুংসাং ডগ”।
গত ১৮-২০ সেপ্টেম্বর পিয়ংইয়ং-এ হয়ে গেল দুই কোরিয়ার মধ্যে সামিট। এই সামিটের শেষেই স্মৃতিকে স্মরণীয় করে রাখতে পুংসাং কুকুর পাঠানোর সিদ্ধান্ত হয়। সেই মতো এই কুকুর দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয় “কোরিয়ান ডিমিলিটারাইজড জোন” বা ডিএমজেড দিয়ে। পাংমুঞ্জোন থেকেই এই কুকুর দুটিকে পাঠানো হয়। ইউনহাপ নিউজ এজেন্সি এ ব্যাপারে বৃহস্পতিবার খবর প্রকাশ করেছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কুকুর দুটি এক বছর বয়সের। এদের একটি পুরুষ এবং অপরটি স্ত্রী। দুজনেই জন্মেছে উত্তর কোরিয়ার পুংসাং-এ।
তবে এটি প্রথমবার নয়, এর আগেও কুকুর পাঠানো হয়েছিল। ২০০০ সালে পিয়ংইয়ং-এ সামিট শেষে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম দায় জাংকে এক জোড়া কুকুর পাঠানো হয়েছিল উত্তর কোরিয়ার পক্ষ থেকে। সেসময় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ছিলেন বর্তমান প্রেসিডেন্ট কিম জং উনের বাবা কিম জং ইল। যদিও ২০১৩ সালে সেই কুকুর দুটির স্বাভাবিক মৃত্যু ঘটেছে। সংবাদ সংস্থা এএনআই এই খবর দিয়েছে।
Published on: অক্টো ১, ২০১৮ @ ০৮:১৩