
এস পি টি নিউজ হাওড়া,২৯শে ডিসেম্বর ২০১৭- আসন্ন উলুবেড়িয়া লোকসভা উপ নির্বাচনে ভি ভি প্যাট ব্যবহারের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। শুক্রবার সেই লক্ষ্যে নির্বাচন কমিশনের উদ্যেগে বাগনান ২ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতরে ভি ভি প্যাট মেশিন প্রদর্শন ছাড়াও ব্যবহার করে দেখানো হয়।
নির্বাচন কমিশন দফতর সূত্রে খবর ২০১৪ সালে যাদবপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনে এই মেশিন ব্যবহারের পরে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের ২২টি জেলার একটি করে বিধানসভায় এই মেশিন ব্যবহার করা হয়। হাওড়া জেলায় মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রে এই মেশিন ব্যবহার করা হয। পরবর্তী পর্যায়ে কাথি ও সবং বিধানসভার উপ নির্বাচনে এই মেশিন ব্যবহারের পরে এবার উলুবেড়িযা লোকসভার উপ নির্বাচনে ১৮০১টি বুথে এই মেশিন ব্যাবহারের সিদ্ধান্ত নেওয়া হল। কমিশন সূত্রে খবর আগামী লোকসভা নির্বাচনে সারা দেশে এই মেশিনের মাধ্যমে ভোট গ্রহন করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর এই মেশিন ব্যবহারের ফলে ভোটাররা তাদের ভোটদান সর্ম্পকে অনেকটা নিশ্চিন্ত থাকবেন।
এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের যুক্ম সি ই ও অনামিকা মজুমদার, ডেপুটি সি ই ও সৈকত দাস,হাওড়ার জেলাশাসক চৈতালী চক্রবর্তী,অতিরিক্ত জেলাশাসক (সাধারন) অভিজিত লাটুয়া উলুবেড়িয়ার মহকুমা শাসক অংশুল গুপ্ত সহ অন্যাণ্য আধিকারিকরা। সূত্রের খবর নির্বাচনের আগে কেন্দ্রের প্রতিটি ভোটার যাতে এই মেশিন সর্ম্পকে জানতে পারেন তার ব্যবস্থা করা হবে।