উলুবেড়িয়া উপ-নির্বাচনঃ বিরোধীদের মনে ক্ষোভ, তৃণমূল কংগ্রেস ভোটারদের জানাল ধন্যবাদ

রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ২৯, ২০১৮ @ ২১:৪৮

এসপিটি নিউজ, উলুবেড়িয়া, ২৯ জানুয়ারিঃ যেমনটা ভাবা গেছিল তেমনটাই হয়েছে। অর্থাৎ উলুবেড়িয়া লোকসভার উপ-নির্বাচন শান্তিতেই সম্পন্ন হয়েছে।৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৬,৫০০ রাজ্য পুলিশ বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে এক প্রকার সুষ্ঠু ভাবেই হয়ে গেল উপ-নির্বাচন। যদিও বিজেপি, কংগ্রেসের মতো প্রতিটি বিরোধী দল তা মানতে নারাজ। বিজেপির দাবি, বহু বুথে শাসক দল তাদের এজেন্ট বসতে দেয়নি। আবার কংগ্রেস পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস শান্তিতে ভোট সম্পন্ন হওয়ার জন্য ভোটারদের ধন্যবাদ জানিয়েছে। এভাবেই হয়ে গেল এদিনের ভোট পর্ব। 

বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সম্পাদক প্রত্যুষ মন্ডলের অভিযোগ অধিকাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী ছিলনা এমনকি বেশ কয়েকটি বুথে তাদের এজেন্টদের বসতে দেওয়া হয়নি।অন্যদিকে কংগ্রেস প্রার্থী মোদাসের হোসেন ওয়ারশি বেশ কয়েকটি বুথে পুন নির্বাচনের দাবী জানান।

এদিন সকালে তৃণমুল প্রার্থী সাজদা আহমেদ উলুবেড়িয়া পুরসভার ২৯ নং ওয়ার্ডের যদুরবেড়িযা বালিকা বিদ্যালয়ে তাঁর নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। অন্যদিকে বাগনানের বেনাপুর চন্দনাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বিজেপি প্রার্থী অনুপম মল্লিক। অপরদিকে বাম প্রার্থী সাবিরুদ্দিন মোল্লা উলুবেড়িযার পদ্মপুকুর প্রাথমিক বিদ্যালয়ে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন।

সোমবার সকালে বেশ কয়েকটি কেন্দ্রে ইভিএম মেশিন খারাপ হয়ে পড়ায় ভোটগ্রহণ কিছুক্ষনের জন্য ব্যাহত হয়।পরে অবশ্য ফের ভোটগ্রহণ শুরু হয়। ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ে কর্তব্যরত প্রিসাইডিং অফিসার অশোক কুমার দে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসাপাতালে ভর্ত্তী করা হয়।

এদিন সকালে উলুবেড়িয়ার গঙ্গারামপুরে তৃণমূল বিজেপির সংঘর্ষ হয়। তৃণমুলের অভিযোগ, রবিবার রাত থেকেই বিজেপির তপশীলি মোর্চার হাওড়া গ্রামীণ জেলা সভাপতি মোহন রানার নেতৃত্বে তাদের কর্মীরা ভোটারদের ভয় দেখাচ্ছে। সোমবার সকালেও একই ঘটনার পুনরাবৃত্তি হলে তৃণমূল কর্মীরা তাদের বাধা দিলে বিজেপি কর্মীরা তাদের মারধর করে।জয়নগরের ১৭ নং বুথে তৃণমুল-বিজেপির সংঘর্ষ হয়। ঘটনায় তৃণমুলের ৪ কর্মী আহত হয়। তাদের স্থানীয় চন্ডীপুর প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে বিজেপির পালটা অভিযোগ, স্থানীয় তৃণমুল কাউন্সিলার ইনামুর রহমানের নেতৃত্বে তৃণমূল কর্মীরা তাদের কর্মীদের ব্যাপক মারধর করে।পরে বিজেপি কর্মীরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে। পরে ঘটনাস্থলে পৌছয় বিশাল পুলিশবাহিনী। নামানো হয় র‍্যাফ কেন্দ্রীয় বাহিনী। পরে পুলিশ মোহন রানাকে আটক করে।ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ে কর্তব্যরত প্রিসাইডিং অফিসার অশোক কুমার দে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসাপাতালে ভর্ত্তী করা হয়।

Published on: জানু ২৯, ২০১৮ @ ২১:৪৮

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 2