উপাচার্যের বিরুদ্ধে সরকারি নির্দেশিকা ভঙ্গ করার অভিযোগ, বিক্ষোভ টিএমসিপির

Main রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ৫, ২০১৮ @ ২৩:২৭

এসপিটি নিউজ, মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারিঃ উপাচার্য সরকারি নির্দেশিকা মানছেন না। এমনকি ছাত্র সংসদের সঙ্গেও কোনও আলোচনা করছেন না। এসব না করে তিনি নিজের খুশি মত কাজ করছেন। নিজের মর্জি মতো এধক কমিটি গড়ার বিজ্ঞপ্তিও জারি করে দিচ্ছেন। এমন অভিযোগ তুলে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থালে সোমবার তৃণমূল ছাত্র পরিষদ।

দুপুর দেড়টা থেকে ঘেরাও করে রাখা হয় উপাচার্যকে। তৃণমূল ছাত্ৰ পরিষদের অভিযোগ, রাজ্য সরকারের কোনও নির্দেশিকা ছাড়াই এবং ছাত্র প্রতিনিধিদের সাথে কোনও আলোচনা ছাড়াই বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল নিজেদের ক্ষমতাবলে ছাত্ৰ সংসদের কাজ চালানোর জন্য এডহক কমিটি গড়ার বিজ্ঞপ্তি জারি করে দেয়।

উল্লেখ্য, গত ৩১ডিসেম্বর ছাত্ৰ সংসদের মেয়াদ শেষ হয়ে গেছে। ছাত্ৰ সংসদ এর সময়সীমা বাড়ানোর জন্য আবেদনও জানানো হয়েছিল। কিন্তু কোন ছাত্রদের সঙ্গে আলোচনা না করেই এডহক কমিটির বিজ্ঞপ্তি জারি করে দেয় বলে অভিযোগ।

তাদের দাবি, অবিলম্বে এই বিজ্ঞাপ্তি প্রত্যাহার করতে হবে। উপাচার্য একবার আলোচনার চেষ্টা করেও ব্যর্থ হয়। ঘেরাও অবস্থান বিক্ষোভ এখনও চলছে।

Published on: ফেব্রু ৫, ২০১৮ @ ২৩:২৭

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

98 − = 90