Published on: নভে ২৩, ২০২০ @ ২১:০৩
এসপিটি নিউজ ডেস্ক: পর্যটনের প্রসারে কাজ করে চলেছে উত্তরাখণ্ড সরকার। এবার তারা নজর দিয়েছে সাততাল এলাকার দিকে। সেই মতো এই এলাকার পর্যটনের উন্নয়নের দিকে তাকিয়ে উত্তরাখণ্ড সরকার সাত কোটি টাকার টেন্ডার ডেকেছে। মুখ্যমন্ত্রীর মিডিয়া অ্যাডভাইসর রমেশ ভাট এখবর জানিয়েছেন।
ট্যুইট করে তিনি জানিয়েছেন- সাততালে দোকান, চিল্ড্রেন পার্ক, ডেক এসব তৈরি করতে হবে। এমনিতেই বছরের সব সময়ই এখানে পর্যটকদের আনাগোনা লেগে থাকে। পাহাড়ে ঘেরা মনোরম সাততালে্র লেকের জলে বোটিং করার জন্য পর্যটকরা খুবই পছন্দ করে থাকে।
সেই দিকটা উত্তরাখণ্ড সরকার মাথায় রেখে এই এলাকাকে পর্যটনের অনুকূল করে তৈরি করা উদ্যোগ গ্রহণ করেছে।
Published on: নভে ২৩, ২০২০ @ ২১:০৩