
সংবাদদাতা-কৃষ্ণা দাস
Schedule for: Sep 12, 2018 @ 19:29
এসপিটি নিউজ, শিলিগুড়ি, ১২ সেপ্টেম্বরঃ পুজোর আগে এ কি সর্বনাশা দিক। ক্ষণিকের ভূকম্প অনুভূত হল উত্তরবঙ্গে। সামান্য অনুভূত হয়েছে কলকাতাতেও। তবে উত্তরবঙ্গে কিছু বেশি। সেখানকার মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘর ছেড়ে বেরিয়ে আসেন বাসিন্দারা।
শিলিগুড়ি কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, মুর্শিদাবাদের কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।জানা গেছে, ভূকম্পের তীব্রতা ছিল রিখটর স্কেলে ৫.৫এর উৎসস্থল আসামের কোঁকড়াঝাড়। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে ছিল এর উৎপত্তিস্থল।
এদিন এই ভূমিকম্পে রাজ্যে ক্ষয়ক্ষতির খবর তেমন না পাওয়া গেলেও শিলিগুড়ির শান্তিনগর এলাক্য মারা গেলেন এক যুবক। মৃতের নাম সম্রাট দাস(২২)। ভূমিকম্পের সমত ঘরের পোষ্যকে নিয়ে সিঁড়ি দিয়ে তড়িঘড়ি নীচে নামার সময় পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান। নাক-মুখ দিয়ে রক্ত ঝড়তে থাকে। হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
Schedule for: Sep 12, 2018 @ 19:29