উইং কম্যান্ডার অভিনন্দনকে কাল ছাড়া হবে -জানিয়ে দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

Main দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: ফেব্রু ২৮, ২০১৯ @ ১৭:০২

এসপিটি নিউজ ডেস্কঃ অবশেষে ভারতের চাপের কাছে মাথা নত করতে বাধ্য হল পাকিস্তান। তারা যে ভুল করেছে সেটা শুধরোতেই এবার পাকিস্তান মাদের উইং কম্যান্ডার পাইলট অভিনন্দন ভর্তমানকে নিঃশর্ত মুক্তির সিদ্ধান্ত নিল। আগামিকালই তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়ে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।যা আমাদের কাছে এক বড় জয়। পাকিস্তানের এ ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা ছিল না।

যেভাবে ভারত পাকিস্তানের উপর কূটনৈতিক চাপ বাড়াতে শুরু করেছে যেভাবে বিশ্বের ৫২টি দেশের সমর্থন আদায় করে নিয়েছে তা নিয়ে অস্বস্তি বাড়ছিল পাকিস্তানের। তার মধ্যে জেনিভা চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান নিজেদের বিপদ আর তাড়াতাড়ি ডেকে নিয়ে আসে। আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়। এরই মধ্যে আবার আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়ে দেন ভারত-পাকিস্তানের মধ্যে খুব শীঘ্রই বড় এক খবর আসতে চলেছে।

এর আগে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের কাছে স্পষ্ট বার্তা দেওয়া হয়- তোমরা আমাদের পাইলটকে ফিরিয়ে দাও। না হলে আমরা আমাদের মতো কাজ করতে বাধ্য হব।আমরা এর চরম পদক্ষেপ নিতে বাধ্য হব।

এই ঘোষণার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়ে দেন -আগামিকাল ভারয়ীয় বায়ুসেনার উইং কম্যান্দার পাইলট অভিনন্দন ভর্তমানকে ছেড়ে দেওয়া হবে। তার আগে দেখে নেওয়া যাক- আজ সারা দিন কি হল-

  • দুপুর ১টা ১৮ মিনিট-আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন-ভারত-পাকিস্তানের থেকে ভালো খবর আসছে।দুই দেশের মধ্যে যে উত্তেজনা বাড়তে শুরু করেছিল এবং তা থামাতে আমরাও ভূমিকা নিয়েছি। এটা ভাল দিক। আমার আশা- কয়েক দশক ধরে চলতে থাকা উত্তেজনা খুব শীঘ্রই সমাপ্তি ঘটবে।
  • দুপুর ১টা ১৫মিনিট-স্থল সেনা, বায়ু সেনা এবং নৌ-সেনা আজ এক জরুরী প্রেস কনফারেন্স ডাকে। সংবাদ সংস্থা এনেনআই এই খব দেয়।
  • দুপুর ২টো ২মিনিট– বায়ুসেনার পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন ভর্তমানের বাবা বৃহস্পতিবার বলেন-তাঁর নিজের সন্তানের বীরত্বের জন্য গর্ব হচ্ছে এবং তিনি আশা করছেনযে তাঁর সন্তান সুরক্ষিত অবস্থাতেই ঘর ও নিজের দেশে ফিরে আসবে।
  • পাকিস্তানের বাণিজ্যিক উড়ান বৃহস্পতিবার মাঝ রাত পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। পাকিস্তানের নগর বিমানন প্রাধিকরণ -এর পক্ষ থেকে এমন একটা সময় এই ঘোষণা করা হল যখন ভারতের সঙ্গে তাদের সম্পর্কের উত্তেজনা ক্রমেই বাড়তে শুরু করে। এর ফলে যাত্রীরা প্রবল সমস্যায় পড়ে যায়।
  • দুপুর২টো ৩২ মিনিট-পাকিস্তানের বিদেশমন্ত্রী জানান-আমাদের দেশ ভারতীয় পাইলটকে ফিরিয়ে দেওয়ার বিষয় নিয়ে আলোচনা চালাচ্ছে যার যুদ্ধের পরিস্থিতি কমবে।
  • দুপুর ২টো ৫৯ মিনিট– সরকারি সূত্র পাকিস্তানকে জবাবে জানায়- উইং কম্যান্ডার অভিনন্দনের বিনা শর্তে মুক্তি চাই। এ নিয়ে কোনও কথা হবে না। পাকিস্তান কান্ধহার মামলার মতো চাপ তৈরি করার প্রয়াস শুরু করছে।
  • বিকেল ৪টে ২৫মিনিট– নৈশেরায় পাকিস্তানের পক্ষ থেকে মর্টার ছোড়া শুরু হয়। সুন্দকোটি, মনকো্টে পাকিস্তান গুলি ছুঁড়তে থাকে।
  • বিকেল ৪টে ৪০মিনিট– পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করেন- উইং কম্যান্ডার অভিনন্দন ভর্তমানকে কাল ছেড়ে দেওয়া হবে। পাকিস্তান সংসদে তিনি এই ঘোষণা করেন। অভিনন্দনকে বুধবার লাইন অব কন্ট্রোল থেকে পাকিস্তানি সেনা গ্রেফতার জরে নিয়ে যায়। ভারত তাঁকে ছাড়াতে কৌশল নিতে শুরু করে।

Published on: ফেব্রু ২৮, ২০১৯ @ ১৭:০২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 1 =