Published on: নভে ৮, ২০১৮ @ ১৮:০৬
এসপিটি নিউজ, মায়াপুর, ৮ অক্টোবরঃ আজ মায়াপুর ইসকনের চন্দ্রোদয় মন্দিরে গোবর্ধনকে অন্নকূট ভোগ নিবেদন করলেন ভক্তরা। যা চোখ ভরে দেখার মতো। রকমারি নিরামিশ খাবারের সম্ভারে কৃত্রিম পাহাড় গড়ে তাতে ভোগ চড়ানো হয়। আজ বৃহস্পতিবার এমন মনোরম দৃশ্য দেখতে ভক্তদের ঢল নেমেছিল মন্দিরে।
মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, প্রভু শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে গোবর্ধন পুজোর প্রচলন করেছিলেন। তারপর থেকে এই পুজো হয়ে আসছে প্রথা মেনে। বৃন্দাবনে আজ এই উৎসব জাঁকজমক সহকারে হয়ে থাকে। পাশাপাশি ইসকনের সমস্ত শাখা কেন্দ্রেই এই উৎসব পালিত হয়। আজ বৃহস্পতিবার যেমন ইসকনের প্রধান কার্যালয় পশ্চিমবঙ্গের মায়াপুরে চন্দ্রোদয় মন্দিরে অষ্টসখিদের সঙ্গে বিরাজিত রাধাকৃষ্ণের বিগ্রহের আমনের চাতালে হল গিরি গোবর্ধনের পুজো। সেখানেই নিরামিষ খাবারের নানাবিধ সম্ভারে প্রায় ছ’ফুট কৃত্রিম পাহাড় গড়ে তোলা হয়। এইভাবেই গোবর্ধনদেবকে অন্নকূট ভোগ নিবেদন করা হয়।যে খাবারের মধ্যে ছিল নানা ধরনের নাড়ু, পিঠে-পুলি, মিষ্টি, কেক, ভাতের নানা আইটেম, সবজি, ডাল, আটার রুটি ছাড়াও আরও নানাবিধ ব্যঞ্জন।
ভোগ দেওয়ার পর তা এদিন দশ হাজার ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয় বলে জানান ইসকনের জনসংযোগ আধিকারিক। এদিন মায়াপুরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়া মতো।
পুরাকালের কাহিনি অনুসারে- দ্বাপর যুগে সেইসময় শ্রীকৃষ্ণ খুব অল্প বয়সেই মানুষের আস্থা অর্জন করে নিয়েছিলেন। তখন দেবরাজ ইন্দ্র নিজের পুজো পেতে বৃন্দাবনবাসীদের নির্দেশ দেন। কিন্তু বাদ সাধেন শ্রীকৃষ্ণ। তিনি গ্রামের সকলকে বোঝান ইন্দ্রের পুজো করে কোনও লাভ হবে না যদি পুজো করতেই হয় তবে গিরি গোবর্ধনের পুজো করতে হবে। গ্রামের বয়স্করা কৃষ্ণকে বোঝান যে এই কাজ করলে ইন্দ্রদেব রুষ্ট হয়ে ক্ষতিসাধন করতে পারে। কিন্তু পালনকর্তা শ্রীবিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ যে সবই জানেন তিনি যখন সহায় ইন্দ্রদেবের সাধ্য কি ক্ষতিসাধনের! অতএব শুরু হল গিরি গোবর্ধনের পুজোর আয়োজন। এমনটা দেখে ইন্দ্রদেব বজ্রাঘাতে পৃথিবীর বুকে দুর্যোগ ঘনিয়ে আনলেন। সেইসময় শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধনের নীচে সকলকে সুরক্ষিত করার পাশাপাশি নিজের বাঁশির সুরে ইন্দ্রদেবকে তাঁর ভুল ভাঙিয়ে ছিলেন। ইন্দ্রদেব তখন নিজের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করে সে যাত্রায় রক্ষা পেয়েছিলেন। সেই থেকে শ্রীকৃষ্ণ সকলকে বলেছিলেন তোমরা গোবর্ধন পর্বতকে পুজো কর। তাঁকে অন্নকূট ভোগ নিবেদন করো-দেখবে তোমাদের সদা মঙ্গল হবে।
ছবি সৌজন্যে- মায়াপুর ইসকন
Published on: নভে ৮, ২০১৮ @ ১৮:০৬