
Published on: মার্চ ২৫, ২০১৮ @ ১৬:১৯
এসপিটি নিউজ ডেস্কঃ তাঁর এক ছাত্র খুব অসুস্থ ছিল। স্কুলে আসতে পারছিল না। তিনি তখন সহজ পদ্ধতি প্রয়োগ করে অঙ্কগুলি ভিডিও করেন। কিন্তু সেই ভিডিও করতে গিয়ে তিনি লক্ষ্য করেন এটা শুধু মাত্র তাঁর সেই একজন ছাত্র নয়, অনেকেই গ্রহণ করেছে আনন্দের সঙ্গে। বিশ্বের নানা প্রান্তের বহু ছাত্র-ছাত্রী তা জেনে রীতিমতো তারিফ করা শুরু করেছেন। এই খান থেকেই শুরু তাঁর ইউটিউবে অঙ্ক শেখানোর ক্লাস। তিনি হলেন অস্ট্রেলিয়ার সিডনি শহরের একটি হাইস্কুলের অঙ্কের প্রধান শিক্ষক এডি উ।
এই তরুণ অস্ট্রেলিয়ান শিক্ষককে ঘিরে সারা বিশ্ব জুড়ে আলোড়ন পড়ে গেছে। ইতিমধ্যে ইউটিউবে তাঁর ভিডিও সংখ্যা ৩,৫০০-র বেশি। সাবস্ক্রাইবার বা ফ্যান সংখ্যা ২,৪০,০০০ জন। যা রীতিমতো ঈর্ষনীয়।
অন্যান্য দেশে কি হয় সেদিকে না তাকিয়ে যদি আমরা ভারতীয়রা আমাদের নিজেদের দেশের কথা বলি, তাহলে চোখের সামনে ভেসে উঠবে শিক্ষার বাজারিকরণ। যা খুবই দুর্ভাগ্যজনক। আজ একজন শিক্ষকের খোঁজ করতে গেলে এদেশে প্রথমেই চলে আসে পয়সার প্রসঙ্গ। একটাই প্রশ্ন-কত নেবেন? তিনিও তখন সাবজেক্ট ধরে ধরে দর জানিয়ে দেন। সেই নিরীখে অস্ট্রেলিয়ান এই শিক্ষকের প্রয়াস সারা বিশ্বের ছাত্র-ছাত্রীদের কাছে একটা সু-বার্তা পোঁছে দিয়েছে নিঃসন্দেহে।
সিডনি শহরের একটি হাইস্কুলের অঙ্কের এই শিক্ষক যেভাবে বিষয়টিকে অত্যন্ত সহজভাবে ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরেছেন তা অভূতপূর্ব। তিনি তো বলেই দিয়েছেন- “আমি মনে করি, লোকে এটা বুঝুক অঙ্ক ব্যাপারটা ভীতিকর কিছু নয়, এমন যেন না হয় যে এটা শুধুমাত্র মেধাবীদের জন্য। এটা সকলের জন্য।” এখানেই থেমে না গিয়ে এডি অঙ্ক সম্পর্কে তাঁর এক সুন্দর মূল্যায়ন দিয়েছেন, যা বিশ্বের সব ধরনের ছাত্র-ছাত্রীদের কাছে অত্যন্ত সহায়ক হয়ে উঠবে, তাদের প্রেরণা দেবে, উৎসাহ জোগাবে। তিনি বলেন- “আপনি যতক্ষন কোনও কিছু বুঝতে না পারবেন ততক্ষণ সেটা হল ম্যাজিক, আর যখন সেটা আপনি বুঝে যাবেন তখন সেটা পরিণত হয় অঙ্কে।”
সিডনির এই শিক্ষক মনে-প্রাণে চান অঙ্ক বিষয়টি যেন সবাই বুঝতে পারে, সবাই এটিকে ভালোভাবে গ্রহণ করতে পারে। তবেই আমার প্রয়াস সার্থক হবে। তাঁর অঙ্কের ক্লাস এখন ইউটিউবের দুনিয়ায় সুপারহিট। এডি যার ফলে বিশ্বে এক বিখ্যাত তারকা হয়ে গেছেন।
কিভাবে সম্ভব হল সেটা নিজেও জানেন না এডি। তবে তাঁর ভিডিওগুলি লক্ষ্য করলে বোঝা যাবে তিনি অঙ্কের রাগি মাস্টার নন, তিনি ছাত্রছাত্রীদের কাছে এক আদর্শ বন্ধুর মতো মাস্টার। অর্থাৎ যিনি ক্লাস নেওয়ার সময় গম্ভীর হয়ে কঠিন ভাবে বোঝান না, যিনি ছাত্র-ছাত্রীদের কাছে অঙ্ক বিষয়টিকে যতটা সহজভাবে সম্ভব সেভাবেই তুলে ধরেন। ক্লাসে সর্বদা তিনি থাকেন হাসি মুখে। যা দেখে ছাত্র-ছাত্রীরাও তাঁকে ভরসা করে। এডি এটাই চেয়েছেন। অনেকেই মনে করছেন, এডি-র এই মানসিকতাই আগামিদিনে বিশ্বের প্রায় সমস্ত অঙ্কের শিক্ষকদের কাছে দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।আর অঙ্ক বিষয়টি নিয়েই ভীতি কেটে যাবে ছাত্র-ছাত্রীদের মধ্যে।
শিক্ষায় অবদানের জন্য এডি উ অস্ট্রেলিয়ায় লোকাল হিরো’র শিরোপা পেয়েছেন। সূত্রঃ বিবিসি
Published on: মার্চ ২৫, ২০১৮ @ ১৬:১৯