
Published on: জানু ২৭, ২০২১ @ ১৯:৫৩
এসঅপিটি নিউজ: আগামিকাল আরও তিনটি রাফালে যুদ্ধবিমান ভারতে অবরণ করতে চলেছে। ফ্রান্সে ভারতীয় দূতাবাস এই খবর জানিয়েছে। এই নিয়ে ভারতের হাতে সর্বমোট আটটি রাফালে যুদ্ধবিমান মজুত হতে চলেছে। এর ফলে এশিয়ায় এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনা আরও শক্তিশালী হচ্ছে।
সংবাদ সংস্থা এএনআই ফ্রান্সে ভারতীয় দূতাবাসকে উদ্ধৃত করে জানিয়েছে যে আগামিকাল 28 জানুয়ারি আরও তিনটি ফরাসি রাফালে যুদ্ধবিমান ভারতে অবতরণ করবে, যা ভারতের বায়ু সক্ষমতা আরও মজবুত করবে। বিমান তিনটি জ্বলানীর জন্য সংযুক্ত আরব আমিরাতের এমআরটিটি-তে নামে। তারপর সেখানে জ্বালানি ভরে সোজা ভারতের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে।
Three more Rafale jets take off from France for a non-stop flight to India with mid-air refuelling by UAE MRTT, adding more strength to India's air power: Indian Embassy in France pic.twitter.com/3IldWmHGeY
— ANI (@ANI) January 27, 2021
বলা হয়েছে, “আমাদের আশ্চর্যজনক পাইলটদের দুর্দান্ত উড়োজাহাজ বিমানের সাথে মসৃণ বিমান ও নিরাপদে অবতরণ করার জন্য শুভেচ্ছা জানাচ্ছি।”
2016 সালে 59,000 কোটি টাকার 36 টি রেডিমেড রাফালে জেট কেনার জন্য ভারত ও ফ্রান্স সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
এ পর্যন্ত ভারত দুটি দফায় মোট আটটি বিমান পেয়েছে। ভারত গত বছরের ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে পাঁচটি বিমানের প্রথম ব্যাচকে আম্বালা বিমান বাহিনী স্টেশনে অন্তর্ভুক্ত করেছিল।
Published on: জানু ২৭, ২০২১ @ ১৯:৫৩