সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-রামপ্রসাদ সাউ
Published on: ফেব্রু ১৭, ২০১৮ @ ০১:৩৭
এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ১৬ ফেব্রুয়ারিঃ মাধ্যমিক পরীক্ষার আগে প্রায় সব ছাত্র-ছাত্রীর ঘুম ছুটে যায়। সবাই ভাবতে থাকে কি হবে পরিক্ষায়। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক নিয়েও সমান চিন্তা আর ভয়ে থাকেন জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক কর্তা-ব্যক্তিরাও। বিগত সভাগুলোর মত এদিনও সেই চ্ছবি দেখা গেল ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক বৈঠকে।যেখানে উন্নয়নের প্রশ্নে মুখ্যমন্ত্রী জনপরতিনিধিদের ছেড়ে কথা বলেননি। ধমকের সুরে তিনি বলেন- আমি এসে সব কিছু করে দিয়ে যাব, আর তোমরা ঘরে বসে থাকবে! তা হবে না।
মুখ্যমন্ত্রীর গলায় এমন কথা শুনে উপস্থিত সব জনপ্রতিনিধিদের তখন একেবারে চুপ। কি বলবেন বুঝে উঠতে পারছেন না। মুখ্যমন্ত্রী তখন বলছেন, সকাল থেকে সন্ধে পর্যন্ত মন দিয়ে কাজ করুন।আমার কাছে আর কিছুই চাইবে না। যে গুলি আছে, সেগুলি ভালো করে দেখুন।
মুখ্যমন্ত্রী বলতে থাকেন, এই সরকার যে সব প্রকল্পের কাজ করছে আর কোনও রাজ্যের সরকার এমন কোনও কাজ করেনি। তিনি বলেন, আমি রাজ্যের ১০ কোটি মানুষকে পেনশন দিতে পারব না। কিন্তু অসহায় গরিব পরিবারগুলিকে আমাদের দেখতে হবে।
সেইসঙ্গে এদিন ঝাড়গ্রাম পুরসভার দুই কাউন্সিলর তাদের ওয়ার্ডে রাস্তা তৈরির যে আবেদন জানিয়েছিলেন সেই বিষয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য পুরপ্রধান দুর্গেশ মল্লদেবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বেলপাহাড়ি থেকে ফেরার সময় স্থানীয় কুড়চিবানি গ্রামের বাসিন্দারা রাস্তা তোইরির যে দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে সেই দাবিও মেনে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জঙ্গলমহলে রাতের দিকে বন্ধ হয়ে যাওয়া বাস সার্ভিস পুনরায় চালু করার জন্য পরিবহন সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি সাফ জানিয়ে দেন উন্নয়ন নিয়ে কোনও অজুহাত শুনবেন না। কাজ ছাড়া তিনি কিছুই চান না বলেও এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী আরও একবার বার্তা দিয়ে দেন।
জনপ্রতিনিধিদের মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দিয়ে বলেন, অফিসে এলাম, আর বসে বসে বাড়ি চলে গেলাম, তা করলে চলবে না। মানুষের জন্য আপনাদের কাজ করতে হবে। এত কম কাজ করলে চলবে না। কোনও সমস্যা হলে বিডিও, জেলাশাসকদের জানাতে নির্দেশ দেন। তিনি পঞ্চায়েত সমিতির সভাপতিদের বলেন, কাজ করলে মানুষ আর অভিযোগ করবে না। এর পর যেন ঝাড়গ্রামে এলে আর কোন =ও অভিযোগ শুনতে না হয়, কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের বৈঠকে মমতা নয়াগ্রাম পঞ্চায়েত সমতির সভাপতি উজ্জ্বল দত্তকে সাবধান করে দিয়ে নির্দেশের সুরে বলেন, সুবর্ণরেখা নদী থেকে যারা বালি তুলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে এঈ এলাকা থেকে বালি তোলা ও মাটি কাটার কাজ যাতে আর না হয় সেদিকে কড়া নজ্র রাখার নির্দেশও দিয়ে যান মুখ্যমন্ত্রী।
রেশন দোকানগুলিতে বিডিওদের সারপ্রাইজ ভিজিট করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
Published on: ফেব্রু ১৭, ২০১৮ @ ০১:৩৭