
হাওড়া, ২ ডিসেম্বরঃ শনিবার সকালে আমতার আলতাড়া গ্রামের মল্লিকপাড়ায় বাড়ির কাছে একটি পুকুর থেকে মাফুজা খাতুন নামে আড়াই বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার হয়্। পরে আমতা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
সূত্রের খবর গত মঙ্গলবার সকাল ১১টা নাগাদ মাফুজা বাড়ির সামনে বসে খেলার পর থেকে নিখোজ হয়ে যায়। মেয়েকে না পেয়ে মৃত শিশুর বাবা মানোয়ার মল্লিক আমতা থানায় একটি অপহরণের অভিযোগ করেন্ পাশাপাশি চারিদিকে মেয়েকে খোঁজাখুজি শুরু করে। পরে শনিবার সকালে বাড়ির কাছেই একটি পুকুরে মাফুজার মৃতদেহ ভাসতে দেখা যায়। এদিকে পুকুরে মাফুজার মৃতদেহ ভাসতে দেখে ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা।পুলিশ আসলে ঘটনার তদন্তের দাবিতে পুলিশকে মৃতদেহ তুলতে বাধা দেয়। প্রায় ৩ ঘন্টা ধরে বিক্ষোভ চলার পরে পুলিশ ঘটনার উপযুক্ত তদন্তের আশ্বাস দেওয়ার পরে পরিস্থিতি শান্ত হলে পুলিশ মৃতদেহটি পুকুর থেকে তুলে ময়না তদন্তে পাঠায়।গ্রামবাসীদের দাবী মৃত শিশুকে অন্যত্র খুন করে এখানে ফেলা হয়েছে।