Published on: জুন ৬, ২০২১ @ ০৯:৩৯
এসপিটি নিউজ: লোকালয় থেকে একটি কিং কোবরা অর্থাৎ শঙ্খচূড়কে বাঁচাল এক মহিলা। ওড়িশার ময়ূরভঞ্জের আবাসিক এলাকা থেকে বিষধর সাপটিকে উদ্ধার করে তার আবাসস্থলে ছেড়ে দিয়ে আসা হয়েছে।সাপটিকে উদ্ধারের পর সেও যেমন প্রাণে বেঁচেহে ঠিক একইরকম্ভাবে এলাকার মানুষও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
সংবাদ সংস্থা এএনআই এক ট্যুইট করে জানিয়েছে- ময়ূরভঞ্জের আবাসিক অঞ্চলে ঢুকে পড়েছিল একটি কিং কোবরা। সস্মিতা গুচ্ছায়িত নামে একজন মহিলা বনকর্মীদের সহায়তায় সাপটিকে উদ্ধার করে। সংবাদ সংস্থাটিকে তিনি জানিয়েছেন- “এটি স্থানীয় একটি বাড়ির সামনে পাওয়া গিয়েছিল। আমি বন সংরক্ষণ এবং রেঞ্জ অফিসারের সহায়তায় এটিকে উদ্ধার করে তার আবাসস্থলে ছেড়ে দিয়েছি।”
Odisha: A woman rescued a King Cobra who entered a residential area in Mayurbhanj
"It was found in front of a house of a local. I rescued it and released it in its habitat with the help of the forest department and Range Officer," said Sasmita Gochhait (05.06) pic.twitter.com/dCfsaAkrSs
— ANI (@ANI) June 5, 2021
কেমন ধরনের সাপ এই কিং কোবরা
কিং কোবরা হল ইংরাজি নাম। বাংলায় আমরা একে শঙ্খচূড় নামেই জানি। এর বৈজ্ঞানিক নাম ওফিফ্যাগাস হ্যান্না(Ophiophagus hannah). এটি লম্বায় ৫.৬ মিটার অর্থাৎ সাড়ে ১৮ ফুট পর্যন্ত হয়ে থাকে। এই সাপটিকে মূলত দক্ষিণ এশিয়ার বনাঞ্চলে দেখা যায়। এরা সাধারণ ‘সাপ খাদক’। নানা ধরনের ছোট সাপ খেয়ে থাকে। এই সাপ খুবই ভয়ংকর। সারা বিশ্বে এরা সবচেয়ে ভয়ংকর বিষধর শ্রেণির সাপ। এদের বিষ মূলত নিউরোটক্সিক জাতীয়। এদের বিষ আক্রান্ত প্রাণীর শরীরে প্রবেশ করতেই স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। যা প্রাণীর মৃত্যুকে নিশ্চিত করে। এই সাপের দংশনে মৃত্যুর হার ৭৫ শতাংশ। ভারতের উত্তর-পূর্ব ও পূর্বাংশে এবং বাংলাদেশের সুন্দরবনের গভীরে এই সাপ দেখতে পাওয়া যায়।
Published on: জুন ৬, ২০২১ @ ০৯:৩৯