আপনারা ইতিহাস তৈরি করে বুঝিয়ে দিন প্রতারণা করলে তার কি জবাব হয়-সবংবাসীদের বললেন সূর্যকান্ত মিশ্র

রাজ্য
শেয়ার করুন

এসপিটি নিউজ, সবং, ১৯ ডিসেম্বরঃ এখন রাজ্যে তাদের সেভাবে আগের মতো অবস্থা নেই। কিন্তু তারা মাটি কামড়ে পড়ে আছে। ছেড়ে চলে যায়নি। একটা সময় ছিল-রাজ্যে যখন প্রধান দুই রাজনৈতিক দল ছিল এই সিপিএম আর তৃণমূল কংগ্রেস।সময় বদলেছে। রাজ্যে এখন শাসন ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। আর প্রধান বিরোধী দলের জায়গা নিতে উঠে পড়ে লেগেছে বিজেপি। কিন্তু সবং উপ-নির্বাচনকে রাজনৈতিক পারদ যেভাবে চড়েছে তাতে যদি পুরনো ছবি ফের উঠে আসে তাহলে কিন্তু লড়াই হবে তৃণমূল কংগ্রেস আর সিপিএম প্রার্থীর মধ্যে। সে আসনে কংগ্রেসের হয়ে জয়ী হয়েছিলেন মানস ভুঁইয়া। এবার সেই আসনে এবার প্রার্থী হয়েছেন তার স্ত্রী গীতারানী ভুঁইয়া।মানস ভুঁইয়াও এখন আর কংরেসে নেই। তিনি দল পরিবর্তন করে যোগ দিয়েছেন তৃণমূলে।আর এটাকে মাথায় রেখে নির্বাচনী প্রচারের শেষদিনে দলের সভায় দাঁড়িয়ে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সবংবাসীদের বলেন, আপনারা ইতিহাস তৈরি করে বুঝিয়ে দিন প্রতারনা করলে তার জবাব কি হয়।

সূর্যকান্ত মিশ্র বলেন, সবং ভোট ইতিহাস তৈরী করবে, বেইমানদের শিখিয়ে দেবে বিশ্বাসঘাতকতা করলে সবং এর জনগন ছুড়ে ফেলে দিয়ে এই ভোটেই শিক্ষা দেবেন।সবং ভোটের উপনির্বাচনে দলীয় প্রার্থীর ভোট প্রচারে এসে তিনি বলেন, গত নির্বাচনে আমাদের হাত ধরে জয়লাভ করে দল পরিবর্তন করে নিজে সাংসদ হয়ে স্ত্রীকে প্রার্থী করে জিততে চাইছ। কিন্তু এই বেইমানদের মানুষ চিনে গেছে উপযুক্ত জবাব এই ভোটে জনগন দেবে এবং ইতিহাস হবে। এই ভোটের লড়াই ইতিহাস গড়ার লড়াই, বিশ্বাসঘাতকতা করলে তার ফল ভুগতে হবে তা জনতা বুঝিয়ে দেবে।

তিনি আরও বলেন, এই ভোটে জিতলে কেউ সরকার গঠন করবেনা বা অন্য কোন পট পরিবর্তন হয়ে যাবে না মানুষ বুঝিয়ে দেবে উচিৎ শিক্ষা দিয়ে এই ভোটে। জনগনের উর্দ্যেশে বার্তা দেন সূর্য বাবু আপনারা ইতিহাস তৈরি করে বুঝিয়ে দিন প্রতারণা করলে তার জবাব কি হয়। এদিনের সভায় সূর্যকান্ত মিশ্র ছাড়া উপস্হিত ছিলেন সিপিএম প্রার্থী রীতা মন্ডল জানা, সিপিআই সভাপতি প্রবোধ পান্ডা, জেলা সম্পাদক তরুন রায়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 5 =