
Published on: সেপ্টে ২৭, ২০১৮ @ ২৩:৪৮
এসপিটি নিউজ ডেস্কঃ ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ক্রোয়েশিয়া। ফুটবলে নজর কাড়ার পর ফের বিশ্বের নজরে চলে এল ইউরোপের এই ছোট্ট দেশটি। উপলক্ষ- আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা। আর সেখানে যোগ দিতে গেছে বাংলাদেশি শিশু ৯ বছরের হাফেজ শিহাবুল্লাহ। এই শিশুই বাংলাদেশের প্রতিনিধি।
আজ ২৭শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। চলবে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। গোটা বাংলাদেশ তো বটেই সমস্ত বাঙালিরাই খুদে হাফেজের সাফল্য কামনা করেছে। কুমিল্লা জেলার বগুড়ার বাসিন্দা ছোট্ট শিহাব বিশ্বজয়ী হাফেজ গড়ার কারিগর খ্যাতনামা কারি-হাফেজ নেজমুল হাসান পরিচালিত তাহফিজুল কুরআন ওয়অস সুন্নাহ মাদ্রাসার ছাত্র।
ছোট্ট এই বিস্ময়কর প্রতিভাকে নিয়ে বাংদেশিরা আশাবাদী। সঙ্গে আছেন কারি নাজমুল হাসান। এখন দেখার বিষয় এই প্রতিযোগিতায় সে কেমন ফল করে।
Published on: সেপ্টে ২৭, ২০১৮ @ ২৩:৪৮