” আধারে”-ই কি ঢাকা পড়তে চলেছে আমাদের দপুরের আহার, প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়ে পথে নামল শিশুরা

দেশ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                                ছবি-রামপ্রসাদ সাউ

Published on: ডিসে ২২, ২০১৭ @ ২১:২৬

এসপিটি নিউজ, মেদিনীপুরঃ আজ থেকে স্কুলগুলিতে বড়দিনের ছুটি পড়ে গেল। আর ৩১ ডিসেম্বরের মধ্যে আধারের তথ্য জমা দেওয়ার সময়সীমা ধার্য্য করা হয়েছে। না হলে স্কুলপড়ুয়াদের মি-ডে-মিল বন্ধ হয়ে যাবে। এর ফলে এক নতুন সমস্যা দেখা দিতে পারে। দুপুরের আহার না পেলে অনেকেই স্কুলে আসা বন্ধ করে দিতে পারে। এমন শঙ্কাও দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। দুপুরের আহার বন্ধ হয়ে যাওয়ার সম্ভবনা দেখা দিতেই ভীত খুদে পড়ুয়ার দল আজ শুক্রবার মেদিনীপুর শহরে মিছিল করে জেলাশাসকের কার্যালয়ে দিয়ে তাদের কথা বলে। জেলাশাসক তাদের কথা শোনেন। এদিন তাদের বুকে লেখা ছিল দুপুরের আহার নিয়ে প্রধানমন্ত্রীর কাছে তাদের জিজ্ঞাসা।যা নিয়ে শহরবাসীর মধ্যেও ছিল কৌতূহল।

৩১ ডিসেম্বরের মধ্যে স্কুল পড়ুয়াদের আধার তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। আধার তথ্য জমা না দিলে বন্ধ হবে মি-ডে-মিল। যার বিরুদ্ধে শুক্রবার মেদিনীপুর শহরের স্কুল পড়ুয়ারা মিছিল করে কেন্দ্র সরকারের কালা আইন বাতিল করার দাবি জানিয়ে জেশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায়। শিশুদের গলায় ঝোলানো প্ল্যাকার্ডে লেখা ছিল- বাচ্চা ছেলেদের দুপুরের আহার কেড়ে নিচ্ছেন কেন, প্রধানমন্ত্রী জবাব দিন। মি-ডে-মিল বন্ধ করার চক্রান্তের বিরুদ্ধে ছাত্র-ছাত্রী অভিভাবকদের এক হয়ে লড়াই করতে হবে মোদী সরকারের বিরুদ্ধে। সমস্ত শিশু পড়ুয়াদের আধার কার্ড না হওয়া পর্যন্ত মি-ডে-মিল বন্ধ করা চলবে না। মিড-ডে-মিল বন্ধ করার কেন্দ্রীয় সরকারের কালা কানুন বাতিল করতে হবে।

শুক্রবার দেশের বিভিন্ন সংবাদপত্রে কেন্দ্র সরকারের মিড-ডে-মিলের আধার তথ্য জমা দেওয়ার ফরমান জারি করার সংবাদটি প্রকাশিত হয়। এর পরই স্কুল পড়ুয়াদের মধ্যে ভীতির সঞ্চার হয়। সেই ভয় থেকেই তারা এদিন রাস্তায় নেমে পড়ে।

মেদিনীপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পুরপিতা সৌমেন খান জানান, আজ শনিবার থেকে স্কুলগুলি ছুটি পড়ে যাচ্ছে।শিশুশিক্ষা কেন্দ্র, প্রাথমিক বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির ৬০ শতাংশ স্কুল পড়ুয়ার এখনও আধার হয়নি।আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে স্কুল পড়ুয়াদের মি-ডে-মিলে আধারের তথ্য জমা দেওয়া সম্ভব নয়।কেন্দ্র সরকারের এই কালা কানুন প্রত্যাহারের দাবি জানিয়ে স্কুল পড়ুয়ারা বিক্ষোভ কর্মসূচি পালন করে। পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক জগদীশ প্রসাদ মীনার দৃষ্টি আকর্ষণ করেছে। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা কমে যাবে।

সৌমেনবাবু বলেন, প্রতিটি বিদ্যালয়ে ক্যাম্প করে আগে স্কুল পড়ুয়াদের আধার কার্ড তৈরি করার ব্যবস্থা না করে মিড-ডে-মিল বন্ধ করার যে চক্রান্ত কেন্দ্র সরকার শুরু করেছে তার বিরুদ্ধে সর্বস্তরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের রাস্তায় নেমে মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান সৌমেনবাবু।Published on: ডিসে ২২, ২০১৭ @ ২১:২৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − = 6