আতঙ্কে অজানা জন্তুকে পিটিয়ে মেরে ফেলল গ্রামবাসীরা

Main বন্যপ্রাণ রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ৪, ২০২০ @ ২১:২৯

এসপিটি নিউজ, গড়বেতা, ৪ সেপ্টেম্বর:  গত বেশ কয়েকদিন ধরে এক অজানা জন্তুর আতঙ্কে দিন কাটাচ্ছিলেন গড়বেতার মানুষ। আজ সকালে সেই জন্তুটি যখন একটি গবাদি পশুকে কামড়ে খেতে যায় তখন গ্রামবাসীরা দল বেধে এসে জন্তুটিকে পিটিয়ে মেরে ফেলে।শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা থানার ললিতাগঞ্জ গ্রাম এলাকায় ঘটনাটি ঘটেছে।

গ্রামবাসীরা জানিয়েছে, বেশ কয়েকদিন ধরে স্থানীয় জঙ্গল থেকে বেরিয়ে গড়বেতা থানার ললিতাগঞ্জ, বিরসিংহপুর, বহড়াশোল সহ বিস্তীর্ণ এলাকায় আক্রমণ চালাচ্ছিল এই অজানা জন্তু। যার ফলে ওই এলাকার বাসিন্দারা জঙ্গলে যাওয়া বন্ধ করে দিয়েছিল। শুক্রবার সকালে ওই জন্তুটি একটি গবাদিপশুকে কামড়ে খেতে গেলে এলাকাবাসীরা ঘিরে ওই হিংস্র জন্তুকে মেরে ফেলে।

এলাকাবাসীর দাবি, দ্রুত বনদফতর বনে নজরদারি বাড়াক না হলে ঘটতে পারে যেকোনো সময় প্রাণহানির মতো ঘটনা।খবর পেয়ে বনদফতরের কর্মীরা এসে মৃত অজানা জন্তুকে উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। তবে ওই অজানা জন্তু টি দেখতে প্রায় শিয়ালের মত বলে বন দফতরের অনুমান। তবে ওই জন্তুটি ঠিক কি তা খতিয়ে দেখার কাজও শুরু করেছে বনদফতর। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মনে এখনও আতঙ্ক দূর হয়নি। আতঙ্কের মধ্যে রয়েছে গ্রামবাসীরা।তাদের আশঙ্কা স্থানীয় জঙ্গলের মধ্যে আরও এ ধরনের জন্তু রয়েছে।

Published on: সেপ্টে ৪, ২০২০ @ ২১:২৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

51 + = 58