আজ থেকে কলকাতায় শুরু তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

Main দেশ বাংলাদেশ বিনোদন রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ৫, ২০২১ @ ১৬:২১

এসপিটি নিউজ, কলকাতা, ৫ ফেব্রুয়ারি:   আজ থেকে কলকাতায় শুরু হতে চলেছে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০২১। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।

কলকাতায় বাংলাদেশ ডেপুটি-হাইকমিশন সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ৫ ফেব্রুয়ারি থেকে এই চলচ্চিত্র উৎসবের সূচনা হচ্ছে কলকাতার নন্দন-এ। চলবে আগানী ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত।এছাড়াও বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে ১০০টি চিত্রকর্মের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই প্রদর্শনী আয়োজিত হবে অ্যাকাডেমি অব ফাইন আর্টস -এ।চলবে আগামী বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি। এছাড়াও সম্মানীয় অতিথি হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান,প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি দফতরের মন্ত্রী ব্রাত্য বসু এবং বিশেষ অতিথি হিসেবে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহম্মদ ইমরান ও প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের উপস্থিত থাকার কথা।

Published on: ফেব্রু ৫, ২০২১ @ ১৬:২১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 3 =