
Published on: ফেব্রু ২৫, ২০১৮ @ ০০:৩৪
এসপিটি নিউজ, বারাকপুর, ২৪ ফেব্রুয়ারিঃ হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সমাজসেবী সম্রাট তপাদার।শুক্রবার বারাকপুরের বাড়িতেই তিনি হৃদরোগে আক্রান্ত হন।
এরপরই তাকে ভর্তি করা হয় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে।সেখানেই এখন তিনি চিকিৎসাধীন।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তার অবস্থা এখন স্থিতিশীল।
তবে কবে তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে তা এখনও পরিষ্কার নয়।এই খবর পাওয়ার পর দলমত নির্বিশেষে অনেকেই তাকে হাসপাতালে দেখতে যান।তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা দ্রুত আরোগ্য কামনা করেছেন।
Published on: ফেব্রু ২৫, ২০১৮ @ ০০:৩৪