Published on: ফেব্রু ৩, ২০১৮ @ ২২:০৫
এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ৩ ফেব্রুয়ারিঃ ঘুমিয়ে থাকার সময় আগুন লেগে যায় ঘরে। বাবাকে ঘুম থেকে তুলে মেয়ে বাইরে বের করে আনায় প্রাণে রক্ষা পায়। তবে বাঁচানো যায়নি ঘর। আগুনে ভস্মীভূত হয়ে যায় দুটি আদিবাসী পরিবারের বাড়ি।ইঞ্জিন আসতে দেরী করায় বাড়ি দুটিকে রক্কা করা যায়নি বলে জানিয়েছেন বাসিন্দারা। তবে, ঘর পুড়ে যাওয়ায় পরিবার দুটি এখন পথে বসেছে।শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ঝাড়্গ্রাম শহরের কদমকাননের আদিবাসী এলাকায়।
শনিবারের ঘটনায় অল্পের জন্য রক্ষা পান পরিবারের প্রধান জগা হেমব্রম। তবে রেলগেট পড়ে থাকার কা্রণে দমকল পৌঁছতে দীর্ঘ সময় লেগে যায়। তবে দমকল আসার আগেই স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পুরো আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু দমকল দেরি করে পৌছানোর ফলে পাশাপাশি দুটি বাড়ি একেবারেই আগুনে ভস্মীভূত হয়ে যায়।
ফলে দুটি পরিবারেই পথে বসেছে। বর্তমানে থাকার কোনও জায়গা নেই দুই পরিবারের। দমকল ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলেন ওই পরিবারের প্রধান জগাবাবু। তিনি দীর্ঘদিন ধরে জন্ডিস রোগে আক্রান্ত রয়েছেন। বাড়িতে আগুন লেগেছে দেখে জগাবাবুর মেয়ে বাড়ির পিছন দরজা দিয়ে তাঁকে বের করে নিয়ে আসে। দমকলের প্রাথমিক তদন্তে অনুমান বাড়িতে শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড।
Published on: ফেব্রু ৩, ২০১৮ @ ২২:০৫