Published on: এপ্রি ২৩, ২০১৮ @ ১৭:৪৫
এসপিটি স্পোর্টস ডেস্কঃ ডোয়েন ব্র্যাভোর পর ক্রিস গেইল। ভারত সুন্দরীদের মনে ধরছে একের পর এক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের। কয়েকদিন আগে ডোয়েন ব্র্যাভোর খবর প্রকাশ হয়েছিল। তিনি এক ভারত সুন্দরীর প্রেমে পড়েছেন। যদিও বিষয়টি নিয়ে তিনি কোনও কথা বলেননি। এবার ক্রিস গেইলকে দেখা গেল আর এক ভারত সুন্দরীকে পছন্দ করতে। হরিয়ানার আকর্ষক ড্যান্সার বিগ বস ১১-র অংশগ্রহণকারী শিল্পী স্বপ্না চৌধুরীর একটি গান মনে ধরেছে গেইলের। আর তাই তিনি সেই গানের তালে নিজেকে উজাড় করে দিয়েছেন।নিজের গানের গানের তালে বিশ্ব সেরা এই ক্রিকেটারের নাচ দেখে আপ্লুত, অভিভূত, উচ্ছ্বসিত হরিয়ানা সুন্দরী স্বপ্না চৌধুরী। নিজের ইন্সটাগ্রামে সেই ভিডিও তিনি শেয়ার করেছেন।
হরিয়ানার এই আকর্ষনীয় তরুণীকে ঘিরে যুবদের মধ্যে হইচই লেগেই আছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান সংখ্যাও নেহাত কম নয়।বিগ বস ১১-এ স্বপ্নার অংশগ্রহণ একটা অংশের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। সেই থেকেই তাঁর ফ্যান সংখ্যা বাড়তে শুরু করে। সুন্দরী ত্বন্বী এই তরুণীর জনপ্রিয়তাও দিন কে দিন বেড়েই চলেছে। আর সেই জনপ্রিয়তা আরো বাড়িয়ে দিলেন ক্যারিবিয়ান ক্রিকেট তারকা ক্রিস গেইল।
গেইল সব সময় নাচ ভালবাসেন। আর সেই ভালবাসার প্রকাশ দেখা গেল হরিয়ানার ড্যান্সার স্বপ্না চৌধুরীর গানের তালে নাচার দৃশ্য।যেখানে গেইলকে দেখা গেছে স্বপ্না চৌধুরীর হিট গান ‘তেরী আঙ্খা কা ইয়ো কাজল ‘-এর সাথে শরীর দুলিয়ে নানান ভঙ্গিমায় নাচতে। যা দেখে রীতিমতো অভিভূত স্বপ্না। তিনি তাঁর ইন্সটাগ্রামে সেই ভিডিও শেয়ার করেছেন।যেখানে দেখা গেছে গেইল তাঁকে নাচের ইশারায় ডাকছে।যা স্বপ্নারও খুব মনে ধরেছে।উচ্ছ্বাস চেপে রাখতে না পেরে স্বপ্না সেখানে ক্যাপশান দিয়েছেন-“দেখে মুঝে ইন্টারনেট পর কেয়া মিলা, ক্রিস গেইল আপ বেহেতরহিন ড্যান্সার হ্যায়।”
ভিডিওয় গেইলকে সাদা পোশাকে নাচতে দেখা গেছে। গানের তালে তালে নিজের শরীরকে সামনে-পিছনে করে যেভাবে কোমর দুলিয়ে নানা ভঙ্গিমায় নাচে মেতে উঠেছেন তা দেখে স্বপ্না খুশিতে ডগমগ করছেন। তাঁর কাছে এটা এক বিশাল প্রাপ্তি। স্বপ্নার গান গেইলের এত ভালো লেগেছে যে বলার নয়। বিশেষ করে এ বছর গেইল আবার পাঞ্জাবের হয়ে দুধর্ষ খেলে চলেছেন। ইতিমধ্যে তিনি একটি শতরানও করে ফেলেছেন। কলকাতার বিরুদ্ধে তাঁর ঝোড়ো ইনিংস পাঞ্জাবকে অবলীলায় জিতিয়ে দিয়েছে। এসবের মধ্যে হরিয়ানা্র ড্যান্সার স্বপ্নার গানের তালে গেইলের নাচ নিয়ে ক্রিকেট ফ্যানদের মধ্যে নতুন করে উৎসাহ দেখা দিয়েছে।
Published on: এপ্রি ২৩, ২০১৮ @ ১৭:৪৫