অলচিকিকে দ্বিতীয় রাজভাষার স্বীকৃতি প্রদানের কৃতিত্ব মুখ্যমন্ত্রীকে দিলেন আদিবাসীরা

Main রাজ্য
শেয়ার করুন

এসপিটি নিউজ,শালবনীঃ তাঁরা বহু বছর ধরে দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু ততকালীন বাম সরকার সেই দাবিকে আমল দিতে চায়নি। কিন্তু জনদরদী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তাদের সেই দাবিকে মর্যাদা দিয়েছিলেন।২০১২ সালের ১০ডিসেম্বর অলচিকি হরফ অর্থাৎ আদিবাসী ভাষাকে দ্বিতীয় রাজভাষার স্বীকৃতি প্রদান করে জঙ্গলমহলের আদিবাসী ভূমিপুত্রদের দীর্ঘদিনের দাবিতে শীলমোহর দেন তিনি।আজ ছিল সেই স্বীকৃতি প্রদানের পাঁচ বছর পূর্তি উতসব পালন করেন তাঁরা।

শালবনী ব্লক আদিবাসী ভাইবোনের প্রভূত সামাজিক ও অর্থনৈতিক উন্নতি করেছে এই ছয় বছরে,এছাড়াও অলচিকি ভাষার মাধ্যমে শিক্ষাদানের ব্যাবস্থা হয়েছে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে।তাই এই গৌরবজনক অধ্যায়-এর পঞ্চম বর্ষে শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের এসটি সেলের রাজনৈতিক আদিবাসী সম্মেলন অনুষ্ঠিত হল শালবনী কমিউনিটি হলে। অনুষ্ঠানে সক্রিয় নেতৃত্বদান করেন শালবনী ব্লক তৃণমূল কংগ্রেস-এর সভাপতি নেপাল সিংহ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ মুর্মূ। এছাড়াও এসটি সেলের নেতৃত্ত্ব এবং ব্লক ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ,শালবনী ব্লক তৃণমূল কংগ্রেস এসটি সেলের নেতা শুকলাল টুডু জানান, সম্মেলনের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি বর্তমানে এক শ্রেণির ধর্মের ভেকধারী বিভেদকামী রাজনৈতিক দল জঙ্গলমহলের ভুমিপুত্রদের ভুল বুঝিয়ে বিপথগামী করছে তাই আদিবাসী ভাই বোনদের সচেতন করা এবং পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। সম্মেলনে কয়েক হাজার আদিবাসী ভাইবোন অংশগ্রহণ করেন এবং তাদের সাংস্কৃতিক প্রজ্ঞা সবার সামনে তুলে ধরা হয়।

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 1 =