
Published on: অক্টো ২৬, ২০২০ @ ২০:১৩
এসপিটি নিউজ: অভিনেত্রী পায়েল ঘোষ মুম্বইয়ে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালের নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ) -এ যোগ দিয়েছেন।এদিন দলের কার্যালয়ে পায়েলের হাতে দলীয় পতাকা তুলে দেন পার্টির সুপ্রিমো রামদাস আটওয়াল স্বয়ং।দলে যোগ দানের প্রথম দিনেই অভিনেত্রী পায়েলকে আরপিআই (এ) এর মহিলা শাখার সহ-সভাপতি হিসাবে মনোনীত করা হয়েছে।সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই খবর জানা গেছে।
এক ট্যুইট বার্তায় পায়েল ঘোষ লিখেছেন- “আমাকে আরপিআইয়ের মহিলা শাখার সহ-সভাপতি পদে নিয়োগ করা হয়েছে। এজন্য দলের সুপ্রিমো ধন্যবাদ রামদাস আটওয়ালেকে ধন্যবাদ।আমার উপর বিশ্বাস রাখার জন্য। এটি গ্রহণ করার জন্য আমার কাছে এ এক বড় সম্মান। এটি ন্যায়বিচার পাওয়ার এক ধাপ কাছাকাছি চলে আসা।একজন মহিলা হিসাবে আমিও নারী সম্প্রদায়ের সেবা করতে পেরে আনন্দিত।এখন দড়িগুলি আরও শক্ত হয়ে উঠবে।”
I have been appointed as the vice president for women wing of RPI. Thanks @RamdasAthawale sir for believing in me. This is my honor to accept it. It's one step closer to getting justice.
As a woman I am also happy to serve the women community.????
Now the ropes will get tighter. pic.twitter.com/lbnAqwBvx9— Payal Ghosh (@iampayalghosh) October 26, 2020
জেনে রাখা ভালো, চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অভিযোগ তুলেই সোশ্যাল মিডিয়ায় শিরোণামে চলে আসেন এই অভিনেত্রী। তা নিয়েই বেশ কিছুদিন বিতর্ক চলে। পরিস্থিতি এতটাই জটিল আকার নেয় যে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী পায়েল নিজে সুরক্ষার অভাব বোধ করেন। সেই সময় তাঁর পাশে দাঁড়ান মুম্বই-এর আরপিআই(এ) এর সুপ্রিমো কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়াল।
এরপর থেকেই একটা খবর শোনা যাচ্ছিল যে পায়েল ঘোষ এবার রাজিনীতিতে নাম নামবেন। অবশেষে আজ সেই ভাবনাই সত্যি হল।
Published on: অক্টো ২৬, ২০২০ @ ২০:১৩