নৈহাটিতে Optometrist দম্পতির সফল উদ্যোগ, সূচনা হল নয়া চক্ষু চিকিৎসা কেন্দ্রের

Main দেশ রাজ্য স্বাস্থ্য ও বিজ্ঞান
শেয়ার করুন

Published on: ফেব্রু ১৫, ২০২১ @ ২৩:৪৪
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, নৈহাটি, ১৫ ফেব্রুয়ারি:    সারা দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নৈহাটিতে এক সফল উদ্যোগ নিলেন অপ্টোমেট্রিস্ট দম্পতি। বারাকপুর মহকুমার এই প্রাচীন শহরে সাধারণ মানুষের কাছে উন্নত চক্ষু চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে তাঁরা সূচনা করলেন নয়া চক্ষু চিকিৎসা কেন্দ্রের। নৈহাটির শ্যাম রোডে ‘ইউনিভার্সাল আই কেয়ার’ নামে ওই চিকিৎসা কেন্দ্র উদ্বোধনী দিনেই সাড়া ফেলে দিয়েছে।

অপ্টোমেট্রিস্ট শৌভিক পাল ও তাঁর স্ত্রী অপ্টোমেট্রিস্ট নবনীতা দাস পালের উদ্যোগ

চিকিৎ্সা কেন্দ্রের কর্ণধার অপ্টোমেট্রিস্ট শৌভিক পাল জানালেন তিনি তাঁর স্ত্রী অপ্টোমেট্রিস্ট নবনীতা দাস পাল দু’জনে মিলেই এই উদ্যোগ নিয়েছেন। নৈহাটিতে এরকম আরও কিছু চক্ষু চিকিৎসা কেন্দ্র আছে। তবে তাঁরা দ’জনেই এই চিকিৎসা পরিষেবার সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত থাকার সুবাদে সাধারণ মানুষের পাশে আরও বেশি সময় দিতে পারবেন। এখানে যেমন ছানি অপারেশনের ব্যবস্থা থাকছে ঠিক তেমনই চোখের অন্যান্য চিকিৎসারও ব্যবস্থা থাকছে।

যে সব চিকিৎসকরা এখানে বসছেন

শৌভিক আরও জানিয়েছেন-” প্রতিদিনই এখানে তারা স্বামী-স্ত্রী যেমন বসছেন তেমনই থাকছেন আরও কয়েকজন চিকিৎসক। যাদের মধ্যে আছেন ডা. ইন্দ্রজিৎ সরকার, ডা. সুস্মিতা মুখার্জি, অপ্টোমেট্রিস্ট সায়ন মান্না। প্রত্যেকেই চোখের চিকিৎসায় মানুষের পাশে থাকছেন। এর ফলে নৈহাটির মানুষজনকে চোখের চিকিৎসার জন্য আর বেশি চিন্তা করতে হবে না।”

নৈহাটিতে এমন উদ্যোগ সম্ভবত প্রথম

2009 সালে মেডিক্যাল কলেজ থেকে অপ্টোমেট্রি পাশ করেছেন এই দম্পতি শৌভিক ও নবনীতা। তবে এভাবে কোনও অপ্টোমেট্রিস্ট দম্পতির এমন উদ্যোগ সম্ভবত প্রথম বলে মনে করা হচ্ছে। এর আগে এ রাজ্যে কোথাও হয়েছে কিনা আমাদের জানা নেই। তবে নৈহাটিতে এমন প্রয়াস সম্ভবত অপ্টোমেট্রিস্ট দম্পতির পক্ষে প্রথম বলেই মনে করা হচ্ছে।এমনিতে শৌভিক রানাঘাটে লায়ন্স হাসপাতাল ও তাঁর স্ত্রী নবনীতা বারাকপুরে দিশা আই হাসপাতালের সঙ্গে যুক্ত আছেন বলে জানিয়েছেন।

চোখের চিকিৎসায় অপ্টোমেট্রিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা

চোখের চিকিৎসায় অপ্টোমেট্রিস্টদের এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।ঐতিহ্যগতভাবে, চশমা ব্যবহারের মাধ্যমে অপট্রাক্ট ত্রুটি সংশোধন করার প্রাথমিক ফোকাস দিয়ে অপ্টোমেট্রির ক্ষেত্র শুরু হয়েছিল। আধুনিক সময়ের অপটোমেট্রি অবশ্য সময়ের সাথে সাথে বিকশিত হয়েছে যাতে শিক্ষামূলক পাঠ্যক্রমের পাশাপাশি অ্যাকুলার রোগের নির্ণয় ও পরিচালনার ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রশিক্ষণ অন্তর্ভুক্ত হয়েছে বিশ্বের বেশিরভাগ দেশগুলিতে, যেখানে এই পেশা প্রতিষ্ঠিত এবং নিয়ন্ত্রিত হয়েছে।মার্কিন যুক্তরাষ্ট্রে এবং কানাডায় অপ্টোমেট্রির চিকিৎসক হিসাবে পরিচিত, ব্রিটেনে উচ্চতর ডিগ্রি এবং ওডি ডিগ্রিধারী ব্যক্তিদের জন্য বিশ্বজুড়ে এর খ্যাতি ছড়িয়েছে

ছানি অন্ধত্বের প্রবণতা আগের চেয়ে অনেকটাই কমেছে

রিসার্চগেট নামে এক সংস্থা 50 বছরের বেশি বয়সের মানুষদের উপর ছানি অন্ধত্বের প্রবণতা নিয়ে এক সমীক্ষা চালায়। সেখানে দেখা গেছে- 50 থেকে 59 বছর বয়সীদের মধ্যে এই প্রবণতা 1971-74 সালে 1.7 শতাংশ, 1986-89 সালে 3.2 শতাংশ, 1999-2001 সালে দাঁড়ায় 1.85 শতাংশ। 2020 সালে অবশ্য চক্ষু চিকিৎসার উন্নতির ফলে এই হার নেমে এসেছে 1 শতাংশে।  একইভাবে 60-69 এবং 60 বছরের বেশি বয়সের মানুষের মধ্যে ছানি অন্ধত্বের প্রবণতা আগের চেয়ে অনেকটাই কমেছে।

Published on: ফেব্রু ১৫, ২০২১ @ ২৩:৪৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =