আগামিকাল থেকে কলকাতায় শুরু হচ্ছে টিটিএফ

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ৯, ২০২১ @ ১৮:২৬
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৯ সেপ্টেম্বর:  করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করে ফের ভ্রমণ ও পর্যটন শিল্প মাথা তুলে দাঁড়াচ্ছে। সেই গতিতে তাল মিলিয়ে দীর্ঘ এক বছর পর ফের নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বসতে চলেছে ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার ২০২১। টিটিএফ-এর সিইও ও চেয়ারম্যান সঞ্জীব আগরওয়াল জানিয়েছেন, নেতাজী ইন্ডোর স্টেডিয়াম ভর্তি অংশগ্রহণকারীদের উপস্থিতিতে।

আগামিকাল সকাল ১১টা নাগাদ টিটিএফ-এর আনুষ্ঠানিক সূচনা হবে। চলবে আগামী রবিবার ১২ সেপ্টেম্বর পর্যন্ত। এবার টিটিএফ-এ পর্যটন ও ভ্রমণ বিষয়ক মোট ১০০টি প্রদর্শনকারী স্টল থাকছে। থাকছে ১৫টি রাজ্যের প্রতিনিধিরা। অংশ নিচ্ছে জম্মু ও কাশ্মীর। এছাড়াও গুজরাট, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, পুডুচেরী ছাড়াও অন্যন্য রাজ্য। তবে বিশেষ কারণে অংশ নিচ্ছে না রাজস্থান।

যে সমস্ত মিডিয়া টিটিএফ-কে সমর্থন জানিয়েছে তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছে টিটিএফ। তারা হল- ইন্ডিয়া আউটবাউন্ড ম্যাগাজিন, ট্রাভেল এন্ড ট্যুর ওয়ার্ল্ড, মুসাফির মিডিয়া হাব, ট্যুরিজম মিরর, ট্রাভেল করেসপন্ডেন্স।

টিটিএফ কলকাতা যাদের পার্টনারিং অ্যাসোসিয়েশন হিসেবে পেয়েছে তারা হল-ইটিএএ, টিএএআই, ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি, ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বা টিএএবি, তাহাত, ইএইচটিটিওএ, এসকেএএল।ছবিঃ ফাইল ফটো

Published on: সেপ্টে ৯, ২০২১ @ ১৮:২৬


শেয়ার করুন