Published on: মার্চ ১৬, ২০২৩ @ ১৯:২২
Reporter: Aniruddha Pal
এসপিটি নিউজ, কলকাতা, ১৬ মার্চ: বাংলার পর্যটনের প্রসারে এগিয়ে এল দেশের সেরা তিন ট্রাভেল এজেন্টদের সংগঠন। বলা যেতে পারে, সারা দেশের মধ্যে সর্বপ্রথম কলকাতায় একই ব্যানারের তলায় ঐক্যবদ্ধ হয়ে পথ দেখাল টাফি, টাই এবং স্কাল ইন্টারন্যাশনাল। আর সেটা এমনই দিনে ঘটল, যেদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের এক গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের পর্যটনের উন্নয়ন নিয়ে আশা প্রকাশ করেন।একই দিনে কলকাতায় এয়ার আরবিয়া তাদের প্রথম যাত্রা শুরু করল।
এয়ার আরবিয়ার অনুষ্ঠানে টাফি, টাই, স্কাল
গতকাল কলকাতা বিমানবন্দরে এয়ার আরবিয়া তাদের প্রথম উড়ান পরিষেবার সূচনা করে। কলকাতা-আবু ধাবি সরাসরি উড়ান পরিষেবা চালু হয়। সেই উপলক্ষ্যে সেখানে উপস্থিত হয়েছিলেন ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি’র চেয়ারম্যান(ইস্টার্ন রিজিয়ন)অনিল পাঞ্জাবি, ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া বা টাই-এর চেয়ারম্যান(ইস্টার্ন রিজিয়ন)মানব সোনি এবং স্কাল ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট আমিন আজগর। সেখানেই একটি ব্যানারে এই তিন সংস্থার নাম লেখা দেখা যায়।
ব্যানারে যা লেখা
ব্যানারটিতে একেবারে উপরে লেখা- ট্যুরিজম ইউনাইটেড ফ্রন্ট অফ বেঙ্গল। তার নীচে – টাফি, টাই এবং স্কাল ইন্টারন্যাশনালের লোগো সহ নাম। একেবারে নীচে লেখা- ওয়েলকামস ইউ টু কলকাতা।
‘বাংলা আজ যা ভাবে সারা ভারত আগামিকাল তাই ভাবে’
এই বিষয়ে টাফি’র চেয়ারম্যান(ইস্টার্ন রিজিয়ন) অনিল পাঞ্জাবি এসপিটি-কে বলেন- “বাংলার পর্যটনের প্রসারে আমরা এতদিন নিজেদের মতো করে করার চেষ্টা করে গেছি। এবার আমরা তিনটি সংস্থা একসাথে বাংলার পর্যটনের প্রসারে কাজ করব। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পর্যটনকে বিশ্বের সেরা হিসাবে তুলে ধরার চেষ্টা করছেন। ইতিমধ্যেই বার্লিনে বিশ্বের সেরা সাংস্কৃতিক গন্তব্যের সেরা ভ্রমণ পুরস্কার জিতে নিয়েছে পশ্চিমবঙ্গ।”
“আমরা মনে করি, আমাদের বাংলায় পর্যটনের যে সম্পদ আছে তা সা্রা বিশ্বের কোথাও নেই। তাই এবার আমরা সবাই মিলে এক সাথে হাতে হাত রেখে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি। বলতে পারেন, কলকাতা বিমান বন্দরেই এর সূচনা হল। মনে রাখবেন, বাংলা আজ যা ভাবে সারা ভারত আগামিকাল তাই ভাবে। সারা দেশের মধ্যে কলকাতায় সর্বপ্রথম টাফি, টাই আর স্কাল ইন্টারন্যাশনাল একই ব্যানারের তলায় ঐক্যবদ্ধ হল শুধুমাত্র বাংলার পর্যটনের জন্য।” বলেন পাঞ্জাবি।
Published on: মার্চ ১৬, ২০২৩ @ ১৯:২২