৩ মার্কিন অর্থনীতিবিদ অর্থনীতিতে নোবেল পেলেন বিশ্ব দারিদ্র্য দূরীকরণে সফল গবেষণার জন্য

Main দেশ বিদেশ রাজ্য
শেয়ার করুন

  • অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আমেরিকার নাগরিক হলেও তাঁর জন্ম কলকাতায়।
  • অভিজিতের সঙ্গে নোবেল জয়ী আর এক অর্থনীতিবিদ তাঁরই স্ত্রী এস্থার ডুফলো।

Published on: অক্টো ১৪, ২০১৯ @ ১৭:২০

এসপিটি নিউজ ডেস্কঃ বৈশ্বিক দারিদ্র্য দূরীকরণ রোধে সফল গবেষণার জন্য আমেরিকার তিনজন অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এস্থার ডুফলো এবং মাইকেল কেমারকে নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এর মধ্যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় হলেন ভারতীয় বংশদ্ভূত বাঙালি। আগে অমর্ত্য সেন বাঙালি অর্থনীতবিদ হিসেবে নোবেল জয়ী হয়েছিলেন। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এই ঘোষণা করেছে।

নোবেলজয়ীর তালিকায় ফের উঠল আর এক বাঙালির নাম

  • এর আগে রবীন্দ্রনাথ ঠাকুর, ড. অমর্ত্য সেন, ড. মহম্মদ ইউনুসের পর চতুর্থ কোনও বাঙালি নোবেল পেলেন। বর্তমানে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আমেরিকার নাগরিক হলেও তাঁর জন্ম কলকাতায়। এখন তিনি আমেরিকায় বিখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউটস অব টেকনোলজির অধ্যাপক হিসেবে কর্মরত। অভিজিতের সঙ্গে নোবেল জয়ী আর এক অর্থনীতিবিদ তাঁরই স্ত্রী এস্থার ডুফলো। সবচেয়ে কম বয়সী অর্থনীতিবিদ হিসেবে নোবেল জয়ের সম্মান অর্জন করেছেন তিনি। মাত্র ৪৬ বছর বয়সে। আর এক অর্থনীতিবিদ ক্রেমার হলেন হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক।
  • বাল্যকাল কেটেছে কলকাতাতেই নোবেল জয়ী মার্কিন বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের। সাউথ পয়েন্ট স্কুলে পড়াশুনো। এরপর প্রেসিডেন্সি থেকে অর্থনীতিতে স্নাতক হয়ে দিল্লির জহরলাল নেহেরু ইউনির্ভাসিটি থেকে স্নাতকোত্তর করেন। এরপর উচ্চ শিক্ষার জন্য পাড়ি দেন বিদেশ। আমেরিকায় ১৯৯৮৮ সালে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন অর্থনীতিতে।

Published on: অক্টো ১৪, ২০১৯ @ ১৭:২০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 4 = 5