১৩ হাজার ফুটেরও বেশি উচ্চতায় ভোটের কাজে চলেছেন কর্মীরা

দেশ লোকসভা ভোট 2019
শেয়ার করুন

Published on: এপ্রি ১৩, ২০১৯ @ ১৫:৪৪

এসপিটি নিউজ ডেস্কঃ ভোটের কাজে তারা কত কষ্টই না করছেন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে চেষ্টার ত্রুটি নেই নির্বাচন কমিশনের। সমতলের মানুষ যখন গরমে হাঁসফাস করছেন তখন পাহাড়ের মানুষ শীতে কাঁপছে। এরই মধ্যে ভোট কর্মীরা চলেছেন কয়েক হাজার ফুট উঁচুতে ভোট করাতে।

সংবাদ সংস্থা এএনআই তুলে ধরেছে সেই ছবি। অরুণাচলপ্রদেশের মুক্তো বিধানসভা কেন্দ্রের লুগুথাঙ্গ এলাকায় ভোটকর্মীরা চলেছেন ভোটের কাজে। যে স্থানের উচ্চতা ১৩হাজার৫৮৩ফুট।

সাধারণের যে কারও ১০ হাজার ফুট ওঠার পর শ্বাসকষ্ট দেখা যায়। সেক্ষেত্রে ১৩হাজারেরও বেশি উচ্চতায় দুর্গম পথে চলেছেন ভোটকর্মীরা।

 

Published on: এপ্রি ১৩, ২০১৯ @ ১৫:৪৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 8 =