হিমাচল প্রদেশে কিন্নৌর জেলায় ছিটকূলের কাছে ভয়াবহ ভুমিধ্বসে মৃত ৯জন পর্যটক, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

Main দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: জুলা ২৫, ২০২১ @ ১৯:৩১

এসপিটি নিউজ, সিমলা, ২৫ জুলাই:  হিমাচল প্রদেশে পাহাড়ে ভূমিধ্বসে পাথরের আঘাতে ৯জন পর্যটকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন। তারা সকলেই বিভিন্ন রাজ্যের বাসিন্দা। আজ রবিবার হিমাচলের কিন্নৌর জেলার ছিটকূল থেকে তিন কিলোমিটার দূরে বাদসারি গ্রামের কাছে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। ভুমিধ্বসের সময় পাথর পড়ে গ্রামের একটি ব্রিজও ধ্বংস হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে উদ্ধার কাজ চালানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ট্যুইট বার্তায় লিখেছেন- “হিমাচল প্রদেশের কিন্নৌরে ভূমিধসের কারণে যে দুর্ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। যারা এতে প্রাণ হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য সব ব্যবস্থা করা হচ্ছে। আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বলেছেন- “আমি কিন্নৌর জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়েছি এবং তাদের যথাযথ গাইডলাইন দিয়েছি। প্রশাসন ঘটনাস্থলে উদ্ধার কাজে যুক্ত আছে এবং ক্ষতিগ্রস্থদের তাত্ক্ষণিক ত্রাণ সরবরাহ করা হচ্ছে।”

হিমাচল প্রদেশের কিন্নৌর জেলার পুলিশ সুপার সাজু রাম রানা জানিয়েছেন- কিন্নৌ্র জেলায় ছিটকূলের থেকে ৩ কিমি দূরে ভূমিধসের কারণে অসংখ্য পাথর উপর থেকে পড়তে শুরু করে। পাথরের আঘাতে নয় জন মারা গেছে, তিনজন আহত হয়েছে। এ ঘটনায় বাদসারি ব্রিজ ভেঙে পড়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত আছে।

যারা মারা গিয়েছিলেন তারা হলেন
১. প্রতিক্ষা পাতিল কন্যা সুনীল পাতিল, সদ্ভাবনা নগর, সাওনার পাতানসবাঙ্গী, নাগপুর, মহারাষ্ট্র
২. দীপা শর্মা, কন্যা রাম ভরসী, হীরাপথ মনসা রোবর জয়পুর
৩. আমোগ বাপত পুত্র প্রশান্ত বাপত, এইচটিপিএস কলোনী, অন্নপূর্ণা বিহার, কোরবা দাদি ছত্তীসগ়ড়
৪. উমরাও সিংহ (চালক) পুত্র যুগল কিশোর, রঘুবীর নগর, ঠাকুর বাগান, পশ্চিম দিল্লি
৫.কুমার উ্ললাস বেদপাঠক
৬. অনুরাগ বিয়ানি পুত্র নন্দ কিশোর বিয়ানি, পরশরথ মার্গ, বাজাজ রোড, মধোগঞ্জ সিকার, রাজস্থান
৭. মায়া দেবী বিয়ানি স্ত্রী নন্দ কিশোর বিয়ানি, পরশরথ মার্গ, বাজাজ রোড, মাধোগঞ্জ সিকার, রাজস্থান
৮. রিচা বিয়ানী কন্যা নন্দ কিশোর বিয়ানি, পরাশরথ মার্গ, বাজাজ রোড, মধোগঞ্জ সিকার, রাজস্থান
৯. সতীশ কাতাক্বর পুত্র এমএল কাতাকবার, ছত্তিশগড়
আহতরা হলেন
১. শিরিল ওবেরয় পুত্র অশোক ওবেরয়, মতিনগর রমেশ নগর, পশ্চিম দিল্লি
২. নবীন ভরদ্বাজ পুত্র বলবীর সিং রঞ্জিত নগর, খড়াল, মোহালি পাঞ্জাব
৩. রঞ্জিত সিং (যাত্রী) প্রয়াত পুত্র। মলবার ভিপিও বাতসারি তহসিল সাংলা, কিন্নর

Published on: জুলা ২৫, ২০২১ @ ১৯:৩১


শেয়ার করুন