শুভেন্দুর প্রচেষ্টা, কাঁথি সমবায় ব্যাঙ্কের উদ্যোগে শোলডিহাতে হতে চলেছে মমতাময়ী কোল্ড স্টোরেজ

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                ছবি-রামপ্রসাদ সাউ

Published on: ফেব্রু ২৬, ২০১৮ @ ০০:২২Edit

এসপিটি নিউজ, কাঁথি, ২৫ ফেব্রুয়ারিঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে চলেছেন শিল্পস্থাপনে সমবায় ব্যাঙ্কের ভূমিকা থাকা আবশ্যক। সেই দিকে তাকিয়ে তাঁর দেখানো পথেই কাঁথির সমবায় ব্যাঙ্ক শুরু করল এক নয়া শিল্পস্থাপনের প্রয়াস। যা দৃষ্টান্ত হয়ে উঠল।রাজ্যের পরিবিহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রচেষ্টায় এই উদ্যোগ গ্রহণ কর কাঁথি সমবায় ব্যাঙ্ক।তারা প্রায় ১০ কোটি টাকা ঋণ দিয়ে শুরু শোলডিহাতে মমতাময়ী কোল্ড স্টোরেজ গড়ে তোলার কাজ।

বাংলায় সবুজ শস্যশ্যামলা  ধরনীতে কোল্ড স্টোরেজ একটি অতি প্রয়োজনীয় প্রচেষ্টা। তাই মাননীয় পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ও কাঁথি সমবায় ব্যাঙ্ক প্রায় ১০ কোটি টাকা ঋণ দিয়ে শুরু করল শোলডিহাতে মমতাময়ী কোল্ড স্টোরেজ।

রবিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হয় এই কোল্ড স্টোরেজের। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাক্তিত্বরা ও কাঁথি সমবায় ব্যাঙ্কের শীর্ষস্থানীয় প্রশাসকরা। সভায় শুভেন্দু বাবু সমবায় আন্দোলনের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমবায় আন্দোলনকে এগিয়ে নেওয়ার কথা উল্লেখ করেন এবং এনপিএ তে লোন যাতে  পরিনত না হয় তার জন্য শিল্পপতিদের কাছে যাওয়ার আবেদন করেন।
শুভেন্দুবাবু সমবায় আন্দোলনে তার অভিজ্ঞতার কথা উল্লেখ করেন ও এলাকায় কর্মসংস্থানের ক্ষেত্রে এই উদ্যোগের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকার কথা তুলেও ধরেন।

Published on: ফেব্রু ২৬, ২০১৮ @ ০০:২২Edit


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 22 = 26