শুভেন্দুকে নিয়ে কি বললেন মুকুল রায়

Main রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ২৭, ২০২০ @ ২২:০৮
Reporerter: Biswajit Pandey

এসপিটি নিউজ, পূর্ব মেদিনীপুর, ২৭ নভেম্বর:    “শুভেন্দু অধিকারী ভারতীয় রাজনীতির গণ আন্দোলনের ফসল।শুভেন্দুকে নিয়ে তৃণমূল নোংরা খেলায় নেমেছে।দল ওঁকে যোগ্য সম্মান দেয়নি, শুভেন্দুর মতো রাজনীতিবিদ বিজেপিতে আসলে  সর্বদাই স্বাগত।” বললেন বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়।

শুক্রবার সল্টলেকে নিজের বাসভবনে বসে মুকুল রায় বলেন- কোনও দ্বিধা নয়, শুভেন্দু বিজেপিতে এলে দল আরও শক্তিশালী হবে। এদিন বাংলার রাজনৈতিক পটভূমির প্রেক্ষাপটে একাধিক প্রসঙ্গ উঠে আসে মুকুল রায়ের আলোচনায়।

তিনি বলেন- অবিভক্ত মেদিনীপুরের রাজনীতিতে কাঁথির অধিকারী পরিবারের ভূমিকা অপরিসীম। ভুলে গেলে চলবে না, শুভেন্দুর হাত ধরেই নন্দীগ্ৰাম আন্দোলনের মধ্য দিয়েই তৃণমূল কংগ্রেসের উত্থান।

মনে রাখতে হবে শুভেন্দু মন্ত্রিত্ব ছেড়েছে, এখনও দল ছাড়েনি। তবে দল থেকে বেরিয়ে আসা মানেই বিধানসভায় তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পথ প্রশস্ত হওয়া। তাই শুভেন্দু অধিকারীকে বিজেপিতে যোগদানের আহ্বান জানালেন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের নেতা বর্তমানে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়।

Published on: নভে ২৭, ২০২০ @ ২২:০৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

47 − 40 =