লক্ষ্ণৌয় আজ মুখ্যমন্ত্রীর বাসভবনে যোগীর সঙ্গে বৈঠক করলেন সাধুবাবারা

দেশ
শেয়ার করুন

Published on: ডিসে ৩১, ২০১৭ @ ১৭:৫৬

সপিটি নিউজ ডেস্কঃ আজ লক্ষ্ণৌতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়িতে হাজির হয়েছিলেন একদল সাধু। যা দেখে অনেকের মনেই কৌতুহল জেগেছিল-হঠাৎ করে আবার সাধু-সন্ন্যাসীরা কেন খোদ মুখ্যমন্ত্রীর বাড়িতে।জানা যায়, এদিন যারা মুখ্যমন্ত্রীর বাড়িতে এসেছিলেন তারা অখণ্ড পরিষদের প্রতিনিধি।

সাধুদের এই প্রতিনিধিদের সঙ্গে বেশ কিছু সময় বৈঠক করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, “উত্তরপ্রদেশে মাঘ ও কুম্ভ মেলার মতো দুটি বর ধরনের মেলা আয়োজিত হয়। যে মেলাকে ঘিরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। আর সেই মেলা দুটিকে সুষ্ঠূভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবীরা সরকারকে সহযোগিতা করতে আসে। এদিনও অখণ্ড পরিষদের প্রতিধিরাও এসেছিলেন তাদের শযোগিতার কথা জানাতে। আমি তাদের কথা শুনেছি। ভাল লেগেছে, তারা সরকারের পাশে থেকে এমন একটি উৎসবকে সম্পন্ন করতে সাহায্য করবেন।এতা জানার পর আমি খুব খুশি হয়েছি।”

যোগী আদিত্যনাথ আরও বলেন, “আমি এই মেলার প্রস্তুতি পরীক্ষা করতে জানুয়ারি মাসে মাঘ মেলার স্থান পরিদর্শন করব।” PICS-ANI

Published on: ডিসে ৩১, ২০১৭ @ ১৭:৫৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

68 + = 78