মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই কোভিড নিয়ে মমতার কড়া পদক্ষেপ, আগামিকাল থেকে বন্ধ থাকছে লোকাল ট্রেন

Main কোভিড-১৯ দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: মে ৫, ২০২১ @ ২১:৩৮

এসপিটি নিউজ, কলকাতা, ৫ মে:   করোনা পরিস্থিতির দ্বিতীয় ঢেউ প্রতিরোধে কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরই কোভিড নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংক্রমণ যাতে না ছরায় সেদিকে লক্ষ্য রেখে আগামিকাল থেকে রাজ্যে লোকাল ট্রেন বন্ধ রাখার সিধ্নাতের কথাও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিবের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলন করে সিদ্ধআন্তের কথা জানিয়ে দেন তিনি।

  • আগামিকাল থেকে রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকছে।
  • মেট্রো পরিষেবা ৫০শতাংশ করা হচ্ছে।
  • রাজ্য সরকারি ও বেসরকারি অফিসগুলিতে উপস্থিতি ৫০ শতাংশ করা হচ্ছে।
  • কলকাতা, বাগডোগরা ও অন্ডাল বিমানবন্দরে আরটি-পিসিআর রিপোর্ট বাধ্যতামূলক করা হচ্ছে।
  • বিমানন্দরে আসা কোনও যাত্রীর কোভিড পজিটিভ হলে তাকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। আর সেটার ব্যবস্থা করতে হবে বিমানবন্দর কর্তৃপক্ষকেই।
  • দোকান-বাজার সকাল সাতটা থেকে ১০টা এবং বিকেলে পাঁচটা থেকে সাততা পর্যন্ত খোলা থাকবে।
  • ব্যাঙ্ক সকাল দশটা থেকে দুপুর দু’টো পর্যন্ত খোলা থাকবে।
  • জরুরী পরিষেবা এই নিয়মের বাইরে থাকছে।যার মধ্যে আছে-ওষুধ, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ, দমকল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন- ” আমরা বেড বাড়িয়েছি। এখন ২৭ হাজার বেড আছে। দু’তিন দিনের মধ্যে তিন হাজার বেড বেড়ে যাবে। মোট ৩০ হাজার হয়ে যাবে। এর মধ্যে ৩,৫০০ আইসিসিইউ বেড। আমরা দ্বিতীয় ডোজকে প্রাধান্য দিচ্ছি। আমরা চেয়েছি তিন কোটি পেয়েছি দেড় লক্ষ। সংখ্যাটা নগন্য। সেই জন্য আমরা প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। জানতে চেয়েছি ট্রান্সপারেন্সি অফ পলিসি। আমাদের এখান থেকে অক্সিজেন অন্য রাজ্যে নিয়ে চলে যাচ্ছে। তাই আমি শিল্প ক্ষেত্রগুলি থেকে অক্সিজেন নিচ্ছি।”

কোভিড আক্রান্ত মৃতদেহ সম্পর্কে মমতা বলেন- “আমরা মৃতসদেহ ফেলে রাখতে চাই না। তিন ঘণ্টার মধ্যে যাতে কোভিড রিপোর্ট আসে আমরা তার ব্যবস্থা করেছি। এর ফলে এখন থেকে আর হাসপাতালের মর্গে মৃতদেহ তিন দিন পড়ে থাকবে না।”

“আমরা রাজ্যে ২.৭৫ লক্ষ কোয়াক ডাক্তারকে কাজে লাগাচ্ছি। গ্রামে কোভিড সচেতনতা বাড়াতে চটজলদি কেউ অসুস্থ হয়ে পড়লে কি করতে হবে, তা নিয়ে পরামর্শ কিংবা প্রাথমিক চিকিৎসা করবে। আমরা ইতিমধ্যে দেড় কোটি ভ্যাকসিন দিয়েছি।”

“ট্রান্সপোর্ট ওয়ার্কার্স, সাংবাদিক ও হকারদের আমরা আগে ভ্যাকসিন দেব।কারণ, এরা সবসময় মানুষের মধ্যে থেকে কাজ করে।”

আমরা মাস্ক বাধ্যতামূলক করছি। রাজ্য সরকারি অফিসগুলিতে ৫০ শতাংশ উপ্সথিতি রাখছি। আমরা মল, শপিং মল, বার, রেস্টুরেন্ট, সুমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স, সিনেমা হল, পার্ক বন্ধ রাখছি। বিনোদন, শিক্ষা, সহ সমস্ত স্থান বন্ধ থাকছে।যে কোনও অনুষ্ঠানে ৫০জনের বেশি লোক থাকতে পারবে না।

Published on: মে ৫, ২০২১ @ ২১:৩৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

36 − = 32