ভোট-পরবর্তী সমীক্ষার ফলাফলকে ভুল প্রমাণ করে বিহারে এগিয়ে নীতিশের নেতৃত্বাধীন এনডিএ জোট

Main দেশ
শেয়ার করুন

Published on: নভে ১০, ২০২০ @ ১৬:৫১

এসপিটি নিউজ: বিভিন্ন সংস্থার দেওয়া ভোট-পরবর্তী সমীক্ষার রিপোর্টকে ভুল প্রমাণ করে বিহারের মসনদে ফের নীতিশের নেতৃত্বাধীন এনডিএ জোট বসতে চলেছে। এখনও পর্যন্ত যে ছবি আসছে তাতে একক দল হিসেবে সব চেয়ে বেশি আসনে এগিয়ে আছে বিজেপি।দ্বিতীয় স্থানে আছে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন আরজেডি। তৃতীয় স্থানে রয়েছে বিজেপি-র এনডিএ জোট সঙ্গী নীতিশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল ইউনাইটেড। তবে নিরাশ করেছে জাতীয় কংগ্রেস। মহাজোটের সঙ্গী হিসেবে তারা এখনও পর্যন্ত ২০টি আসনে এগিয়ে। এই ট্রেন্ড যদি শেষ পর্যন্ত থাকে তবে বিহারে নীতিশের নেতৃত্বাধীন এনডিএ জোটই মসনদে বসা একেবারে নিশ্চিত।

বিকেল চারটে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত যে খবর পাওয়া গেছে তাতে এনডিএ জোট সবচেয়ে এগিয়ে আছে। ইউপিএ রয়েছে দ্বিতীয় স্থানে। আসন সংখ্যার নিরীখে এনডিএ-র জোট সঙ্গী হিসেবে সবচেয়ে বেশি আসনে এগিয়ে আছে বিজেপি-৭৭, এরপরেই আছে নীতিশের নেতৃত্বাধীন জেডেইউ-৪০(২টিতে জয়ী), বিআইপি-৫, এইচএএম-৩ মোট এগিয়ে আছে ১২৭টি আসনে। অন্যদিকে ইউপিএ জোট সঙ্গী তেজস্বী যাদবের নেতৃত্বাধীন আরজেডি-৬৮(একটিতে জয়ী), জাতীয় কংগ্রেস-১৮, বাম-১৯ সব মিলিয়ে মোট ১০৬টি আসনে এগিয়ে আছে। এছাড়া বিএসপি-২, এআইএমআইএম-৪, এলজেপি-২ ও নির্দল-৩টি আসনে এগিয়ে আছে।

অথচ ভোট পর্বর্তী সমীক্ষার ফলাফলে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন আরজেডি সহ ইউপিএ মহাজোটকেই জিতিয়ে দিয়েছিল। আর তা নিয়ে ইউপিএ শিবিরে আগাম উৎসবও শুরু হয়ে গেছিল। এমনকী, পাটনায় রাস্তায় তেজস্বী যাদবের ছবি সহ ব্যানার টাঙিয়ে দিয়ে প্রচার করা হয়- দেশের সবচেয়ে নবীন মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে স্বাগতম। এসব দেখে বর্ষীয়ান রাজনীতিবিদ নীতিশ কুমার অবশ্য গণণা্র আগের রাতে মুচকি হেসেছিলেন। বলেছিলেন- এনডিএ জোটি জিতবে। বিজেপিও অবশ্য ভোট শেষ হওয়ার পর থেকেই বলে এসেছে বিহারে এবারেও এনডিএ জোটই ক্ষমতায় আসছে।

https://twitter.com/ANI/status/1326085607022493698

ইতিমধ্যেই গোটা বিহারজুড়ে বিজেপি ও জেডেইউ কর্মী-সমর্থকরা উচ্ছ্বাসে মেতে উঠেছে। আবির আর ঢোল বাজিয়ে চলছে বিজয়োল্লাস।

Published on: নভে ১০, ২০২০ @ ১৬:৫১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 2 =