বৃহস্পতিবার থেকেই খুলে দেওয়া হল জম্মু-শ্রীনগর জাতীয়সড়ক

দেশ ভ্রমণ
শেয়ার করুন

এসপিটি নিউজ ডেস্কঃ তিন দিন  বন্ধ থাকার পর বৃহস্পতিবার জম্মু-শ্রীনগর জাতীয়সড়ক খুলে দেওয়া হল। তবে তা একদিক দিয়েই হয়েছে। গ্রেটার কাশ্মীর সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুযায়ী, ট্রাফিক বিভাগের একজন সিনিয়র আধিকারিক জানিয়েছেন, যানবাহনকে জম্মু থেকে শ্রীনগরে যাওয়ার অনুমতি দেওয়া হলেও বিপরীত দিক থেকে কোনও গাড়িকে এই মুহূর্তে আসতে দেওয়া হবে না।

রামবন জেলার একাধিক ভূমিধসে্র কারণে এবং প্রায় ৩০০ কিলোমিটার দীর্ঘ সড়কের বানিয়াল সেক্টরে ভারী তুষারপাতের পর সোমবার থেকে বুধবার পর্যন্ত হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল।

ভূমিধ্বসের ধ্বংসাবশেষ এবং বরফ সরানোর পর কর্তৃপক্ষ বুধবার বিকেলে হাইওয়েতে আটকে পড়া যানবাহন ছাড়তে শুরু করেছে।আসলে এই জাতীয় সড়কটি কাশ্মীরের লোকজনের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়।এই রাস্তা দিয়েই উপত্যকাবাসীর নিত্যপ্রয়োজনীয় জিনিষ ঢোকে। তাই জম্মু-শ্রীনগরগামী যানবাহনকে আগে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

মহাসড়কটি ল্যান্ডলক কাশ্মীর উপত্যকির জীবনযাত্রা, এটির মাধ্যমে প্রয়োজনীয় সবগুলি সরবরাহ করা হয়।

ছবি সৌজন্যে- গ্রেটার কাশ্মীর


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 5 =