বৃষ্টি কতদিন চলবে, কি বলছে হাওয়া অফিস

Main আবহাওয়া দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: মে ৯, ২০২৪ at ২৩:৫৩

এসপিটি নিউজ, কলকাতা, ৯ মে:  আগামী ১২ মে পর্যন্ত রাজ্যে বজ্রপাত সহ ঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ইতিমধ্যে আবহাওয়া অফিস দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে সতর্কতা জারি করেছে। বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপর ঘূর্ণিঝড়ের সঞ্চালন এখন পূর্ব বাংলাদেশ এবং প্রতিবেশী অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার উপরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে পূর্ব আসাম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত একটি ট্রফ চলে।

উপরের অনুকূল সিনপটিক অবস্থার অধীনে এবং বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আর্দ্রতা অনুপ্রবেশ, বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং দমকা বাতাসের গতি এবং বজ্রঝড়ের কার্যকলাপ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে এক বা দুটি জায়গায় খুব হালকা থেকে হালকা বৃষ্টিপাত হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক বা দুটি জায়গায় খুব হালকা বৃষ্টি হয়েছে।

দক্ষিণবঙ্গে আগামী তিনদিন অর্থাৎ ১০, ১১ ও ১২ মে পর্যন্ত জেলাগুলিতে কমলা সতর্কতা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং কলকাতা জেলার এক বা দুটি জায়গায় ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বজ্রপাত হতে পারে। পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে ভারী বৃষ্টি (০৭-১১ সেমি) হতে পারে। ওইদিন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুটি জায়গায় দমকা হাওয়ার গতিবেগ (৪০-৫০কিমি/প্রতি ঘ) পৌঁছানোর সাথে বজ্রঝড় হতে পারে৷

শনিবার পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার এক বা দুটি জায়গায় দমকা হাওয়ার গতিবেগ (৪০-৫০ কিমি/প্রতি ঘ.) সহ বজ্রঝড় হতে পারে। দমকা বাতাসের গতিবেগ (৩০-৪০ কিমি/প্রতি ঘ.) সহ বজ্রঝড় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুটি জায়গায় ঘটতে পারে৷

রবিবার কলকাতা, নদিয়া, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার এক বা দুটি জায়গায় দমকা হাওয়ার গতিবেগ (৩০-৪০কিমি/প্রতি ঘ) সহ বজ্রঝড় হতে পারে।

আগামী তিনদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামিকাল উত্তরবঙ্গের সমস্ত জেলায় এক বা দুটি জায়গায় দমকা হাওয়ার গতিবেগ (৩০-৪০কিমি/প্রতি ঘ) সহ বজ্রঝড় হতে পারে। শনিবার ও রবিবার উত্তরবঙ্গের সব জেলায় দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে।

Published on: মে ৯, ২০২৪ at ২৩:৫৩


শেয়ার করুন