পাচারের আগেই বিপন্ন প্রজাতির দু’টি জাগুয়ার শাবক উদ্ধার

Main বন্যপ্রাণ বিদেশ
শেয়ার করুন

Published on: জানু ২৮, ২০২১ @ ২০:৩০

এসপিটি নিউজ ডেস্ক:   সঠিক সময়ে জানতে পারায় এ যাত্রায় রক্ষা পেল বিপন্ন প্রজাতির দু’টি জাগুয়ার শাবক।আফ্রিকার নিকারাগুয়া জাতীয় চিড়িয়াখানার ডিরেক্টর এডুয়ার্ডো সাকাসা দীর্ঘ পথ পেরিয়ে এক প্রত্যন্ত এলাকা থেকে উদ্ধার করে নিয়ে আসে দু’টি জাগুয়ার শাবককে।

সংবাদ সংস্থা এএফপি এই খবর দিয়ে জানিয়েছে, শিকারিরা আগেই জাগুয়ার দু’টির মা’কে হত্যা করেছিল। এরপর তাদের উদ্দেশ্য ছিল শাবক দু’টিকে অবৈধভাবে বিক্রি করা। এই খবরটি কোবওভাবে সোশ্যাল মিডিয়া মারফত্ পেয়ে গেছিলেন নিকারাগুয়া জাতীয় চিড়িয়াখানার ডিরেক্টর সাকাসা। জানা পামত্রই তিনি শাবক দু’টিকে উদ্ধার করার পরিকল্পনা করেন।

চিড়িয়াখানার কাউকে না নিয়ে তিনি নিজেই বেরিয়ে পড়েন।প্রথমে তিনি ক্যারিবিয়ান শহর বিলউইয় পৌঁছন এবং তারপরে চারজন গাইডের সাহায্যে প্রথমে গাড়িতে এবং তারপরে নৌকায় করে একটি গ্রামে পাচারকারীদের সাথে দেখা করতে যান। তার উদ্দেশ্য যে করেই হোক বাচ্চা জাগুয়ারদের বাঁচাতে হবে।

রাজধানী মানাগুয়ায় ফিরে আসার সময় তিনি এএফপিকে বলেন, “বিলুপ্তির ঝুঁকিতে থাকা এই ছোট প্রাণীগুলিকে বাঁচানোর জন্য আমাদের আবেগ কাজ করেছে, তারা এগুলি হত্যা করছে।” সাকাসা দুঃখ করে বলেন- “জাগুয়ার শাবক দু’টি পাতলা।শীকারিরার তাদের গোমাংসের মতো শক্ত খাবার খেতে দিয়েছিল। তারা জাগুয়ার দু’টিকে হন্ডুরাস নিয়ে যাওয়ার পর এক চিনা নাগরিকের কাছে বিক্রি করে দিত।”

সাকাসা বলছিলেন যে নভেম্বরে এক ভয়াবহ হ্যারিকেনের পর জঙ্গলে ওদের বাসস্থান ধ্বংস হয়ে যায়। তারপরেই তারা লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে।উদ্ধার হওয়া জাগুয়ার শাবক দু’টিকে খুবই অসহয়ায় অবস্থায় মানাগুয়ার দক্ষিণে চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে গত কাল। আপাপ্তত তাদের দেখভাল করা হচ্ছে। প্রাণী চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের রেখে মেডিকেল টেস্ট করা হবে বলে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে।

জাগুয়ার বা প্যান্থার হল হুমকিযুক্ত প্রজাতির ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্যা কনজারভেশন অফ নেচার(আইইউসিএন)-এর “কাছের হুমকি” হিসাবে লাল তালিকাভুক্ত।

Published on: জানু ২৮, ২০২১ @ ২০:৩০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 7 = 9