নয়াদিল্লিতে বৃহৎ শিল্পমেলার উদ্বোধন করবেন বাংলাদেশের শিল্পমন্ত্রী

Main দেশ বাংলাদেশ
শেয়ার করুন

Published on: আগ ১৬, ২০১৮ @ ২২:৩৭

এসপিটি নিউজ, ঢাকা, ১৬ আগস্ট: নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার’ উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আগামী ১৭ই আগস্ট দিল্লির নয়ডায় অবস্থিত ইন্ডিয়া এক্সপো সেন্টার অ্যান্ড মার্ট-এ মেলা শুরু হবে। এটি উদ্বোধন করতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ১৬ই আগস্ট সকালে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

উল্লেখ্য, ভারতের দ্যা বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই মেলার আয়োজন করেছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা, নীতি নির্ধারক, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন।

বাংলাদেশের ব্যবসায়ী ও শিল্পউদ্যোক্তা প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করবেন। মেলায় অংশগ্রহণের ফলে বাংলাদেশের ক্ষুদ্র ও হস্তশিল্প উদ্যোক্তাদের পণ্য বিপণন ও বাজার প্রসারের সুযোগ তৈরি হবে। একই সাথে ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত বন্ধন সুদৃঢ় হবে।

এ উদ্যোগ ভারতসহ অংশগ্রহণকারী দেশগুলোর সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদার ভূমিকা রাখবে। শিল্পমন্ত্রীর এ সফর দু’দেশের মধ্যে বিদ্যমান শিল্প ও বাণিজ্য সম্পর্ক সুদৃঢ়করণেও ইতিবাচক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। শিল্পমন্ত্রী ১৮ই আগস্ট দেশে ফিরবেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে।

Published on: আগ ১৬, ২০১৮ @ ২২:৩৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

93 − = 83