জল-বন্দী মুম্বই-এ বন্ধ করে দেওয়া হল স্কুল, চলছে না ট্রেন

আবহাওয়া দেশ
শেয়ার করুন

Published on: জুলা ২, ২০১৯ @ ০৯:৩২

এসপিটি নিউজ, মুম্বই, ২জুলাই: অবিরাম ভারী বর্ষণের ফলে মহারাষ্ট্রে জঞ্জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজ্যের বহু জায়গায় জল জমে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এই পরিস্থিতিতে সরকার আজ ২রা জুলাই থেকে রাজ্যে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রবক্তা এক বিবৃতিতে জানিয়েছেন যে সরকার এমত পরিস্থিতিতে রাজের সমস্ত স্কুল বন্ধ করে দিয়েছে।

ইন্ডিয়ান মেটিরিওলজিক্যাল ডিপার্টমেন্ট মনে করছে যে শহর ও সুবার্বান এলাকার মধ্যে বেশ কিছু এলাকায় আগামী 24 ঘণ্টায় ভারী বর্ষণ হতে পারে। রাজ্য সরকার জল্বন্দি এলায় মানুষের আশ্রয়ের জন্য সাময়িক ছাউনির ব্যবস্থা করেছে।

ইতিমধ্যে ভারী বর্ষণের ফলে পালঘর, নালাসোপারা রেল স্টেশন জন-বন্দী হয়ে পড়ায় সেখানে বন্যার আকার নিয়েছে। রাজ্য আবহাওয়া দফতর জানিয়েছে গামী 4 ঘণ্টায় পালঘর জেলায় অবিরাম বৃষ্টি শুরু হবে।

সোমবার সরকারি হাসপাতালজল-বন্দী হয়ে থাকায় সেখানে পৌঁছতে পারেনি সাধারণ মানুষ। হাসপাতালে ডাক্তার, রোগী এবং তাদের বাড়ির লোকজন শুধু দাঁড়িয়ে দেখেছেন কিভাবে গোটা হাসপাতালকে জল-বন্দী করে দিয়েছে।

মুম্বই পুলিশ মানুষজনকে সতর্ক করে দিয়ে জানিয়েছেন, বাড়ি থেকে বেরোনোর আগে তারা যেন আবহাওয়া সম্পর্কে খোঁজ নিয়ে বের হন। ইতিমধ্যে আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়ে দিয়েছে যে আগামী তিনদিন মুম্বই ও মুম্বই মেট্রোপলিটান এলাকায় ভারী থেকে খুব ভারী বর্ষণ হবে।

সেন্ট্রাল রেল ইতিমধ্যে শহর ও সন্নিহিত এলাকার রেল পরিষেবা বন্ধ রেখেছে। তাদের এক মুখপাত্র জানিয়েছেন, ” পরিস্থিতি খুব ভয়াবহ। কুরলা-থানে সেকশনে কিছু ট্রেনকে সময় মতো বিপদমুক্ত এলাকায় নিয়ে আসা গিয়েছে।পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সুবার্বান এলাকার ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

রেল জানিয়েছে এই পরিস্থিতিতে রাজ্য সরকার এবং অন্যান্য এজেন্সি অনুরোধ করেছে মুম্বই ও পুনের মধ্যে যাতায়াতকারীদের জন্য যাতে অতিরিক্ত বাসের ব্যবস্থা রাখা হয়।

Published on: জুলা ২, ২০১৯ @ ০৯:৩২

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 2