কলকাতা পুলিশের মানবিক মুখঃ রাস্তায় পড়ে থাকা অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন ওসি আশিস কুমার রায়

Main রাজ্য
শেয়ার করুন

এসপিটি নিউজ, কলকাতা, ২২ মে:  কলকাতা পুলিশের সুনাম আজকের নয় বহুদিনের। করোনাকালে তা আবারও দৃষ্টান্ত হয়ে থাকল।কলকাতা পুলিশের ডিসিপি ট্রাফিক তাদের ট্যুইটার হ্যান্ডেলে আজ এমনই একটি ঘটনার কথা তুলে ধরেছেন। যেখানে রিজেন্ট পার্ক ট্রাফিক গার্ডের ওসি ইনসপেক্টর আশিস কুমার রায় ডিউটিতে যাওয়ার সময় রাস্তায় পড়ে থাকা এক অসুস্থ ব্যক্তির সুশ্রুষা করে তার পাশে থেকে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দিলেন।

গোটা ঘটনাটাই ডিসিপি ট্রাফিক তাদের ট্যুইটার হ্যান্ডেলে বিস্তারিত লিখেছেন। আসুন তা আরও একবার আপনাদের সামনে তা তুলে ধরি।

ডিসিপি ট্রাফিক কলকাতা লিখছেন- আজ সকালের ঘটনা। ডিউটিতে যাচ্ছিলেন রিজেন্ট পার্ক ট্রাফিক গার্ডের ওসি ইনসপেক্টর আশিস কুমার রায়। হঠাৎ দেখেন, হাজরা মোড়ের কাছে টাউনসেন্ড রোডের ফুটপাথের ওপর অচৈতন্য হয়ে পড়ে আছেন এক যুবক, তাঁকে ঘিরে কিছু মানুষের জটলা। কাছাকাছি গিয়ে এক ডাক্তারের গাড়ি দেখে থামান আশিস, অনুরোধ করেন, যুবককে যেন পরীক্ষা করেন তিনি। নাড়ি দেখে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন ওই চিকিৎসক।

ইতিমধ্যে ভবানীপুর থানার ওসিকে খবর দিয়েছেন আশিস, যদিও তখন পর্যন্ত নামধাম জানা যায়নি যুবকের। সেই সমস্যা মিটল তাঁর মোবাইল বেজে ওঠায়। কল রিসিভ করে আশিস জানতে পারেন, হাই ব্লাড সুগারের রোগী ওই যুবক আন্দাজ করেন আচমকা রক্তে সুগার কমে যাওয়ার কারণেই অজ্ঞান হয়ে গেছেন তিনি। সঙ্গে সঙ্গেই কাছের একটি চায়ের দোকান থেকে জল এবং চিনি আনিয়ে যুবককে খাওয়ানোর চেষ্টা করেন আশিস, কিন্তু দাঁতে দাঁত চেপে যাওয়ার ফলে জল মুখে ঢোকে না। অবশেষে একটি পয়সার সাহায্যে মুখ ফাঁক করে চিনি মেশানো জল খাওয়াতেই জিভের নড়াচড়া টের পান আশিস।

ততক্ষনে ভবানীপুর থানা থেকে এসে পৌঁছেছেন এক এএসআই এবং ভিড়ের মধ্য থেকে এগিয়ে এসেছেন আরেকজন চিকিৎসক, যিনি আরও একবার হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এ.এস.আই-এর সাহায্যে এবার একটি অ্যাম্বুল্যান্সকে থামিয়ে এসএসকেএম হাসপাতালে যুবককে পাঠানর ব্যবস্থা করেন আশিস। (ঘটনার বিবরণের বাক্য ও বানান অপরিবর্তিত)।ছবি- ট্যুইটার


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 28 = 31