Published on: জুলা ১০, ২০১৮ @ ০৯:২১
এসপিটি স্পোর্টস ডেস্কঃ এক মাস ধরে চলতে থাকা ফিফা বিশ্বকাপ ২০১৮ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ৩২টি দলের মধ্যে সেরা চারটি দল চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই চারটি দল হল ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। আজ রাতে হতে চলেছে একটি সেমিফাইনাল। কাল আর একটি। এরপর আহচে তৃতীয় স্থান নির্ণয়ের খেলা। সবশেষে ফাইনাল। এই ম্যাচগুলির জন্য ফিফা চূড়ান্ত পর্বে নির্দিষ্ট সংখ্যক রেফারি বেছে নিয়েছেন।
ফিফা রেফারিজ কমিটি চূড়ান্ত পর্বের চারটি ম্যাচের জন্য ১২জন রেফারি, ২৬জন সহকারী রেফারি এবং ১০জন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি নির্বাচন করেছেন। এরা হলেন-
ইরানের ফাঘানি আলিরেজা, সেনেগালের দিধিউ মালাং, আমেরিকার জিগার মার্ক, মেক্সিকোর র্যামোস প্যালাজিউলস সিজার আর্তুরো, উরুগুয়ের চুনহা আন্দ্রেস, আর্জেন্টিনার পিটানা নেস্টর, ব্রাজিলের রিচ্চি স্যান্ড্রো, নিউজিল্যান্ডের কঙ্গার ম্যাথিউ, তুরস্কের চাকির চুনেত, নেদারল্যান্ডের কুপার্স জোর্ন, সার্বিয়ার ম্যাজিক মিলোরাদ, ইতালির রোচ্চি জিয়ানলুকা।
ভিডিও অ্যসিস্ট্যান্ট রেফারি হিসেবে যাঁদের নিযুক্ত করা হয়েছে-
ব্রাজিলের স্যাম্পিও উইল্টন, আর্জেন্টিনার ভিগলিয়ানো মাউরো, জার্মানির ডাঙ্কার্ট বাস্তেইন, পর্তুগালের দিয়াস সোরেজ আর্তার, পোল্যন্ডের গিল পাওয়েল, ইতালির ইর্যাতি ম্যাস্যিমিলিয়ানো, নেদারল্যান্ডের ম্যাক্যিলি ড্যানি, ইতালির ওর্যাস্তো ড্যানিয়েলা, ভ্যালেরি পাওলো, জার্মানির জাওয়ের ফেলিক্স। ছবি সৌজন্যে- গেটি ইমেজ
Published on: জুলা ১০, ২০১৮ @ ০৯:২১