হাতি তাড়াবে কি, বনকর্মীদের এখন হাতিই ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে

বন্যপ্রাণ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল

এসপিটি নিউজ, মেদিনীপুর, ১৯ ফেব্রূয়ারিঃ দলছুট দাঁতালের উৎপাত অব্যাহত। গত একমাস ধরে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে যেভাবে হাতি দাপিয়ে বেড়াচ্ছে তা নিয়ে শঙ্কিত বন দফতরও। হাতিহল্কা ও রামনগর গ্রামে দুটি দলছুট দাঁতাল হাতির দৌড়াত্বে রীতিমত দিশেহারা বন দফতর থেকে সাধারণ মানুষ।কোতয়ালী থানা এলাকার এই দুটি গ্রামের মানুষকে আতঙ্কে ফেলে এবার তারা খড়্গপুরের দিকে চলে যায়। বন দফতরের কর্মীরা হাতি দুটিকে তাড়িয়ে জঙ্গলএর দিকে  নিয়ে যাওয়ার চেষ্টা করেও সফল হতে পারে নি।পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে হাতি তাড়াতে গিয়ে এখন বন কর্মীদেরই হাতি ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে।

জানা গেছে, সোমবার সকালে দলছুট দুটি হাতি কোতয়ালী থানার হাতিহল্কা ও রামনগর গ্রামে ধুকে ফসলের ক্ষতি করতে থাকে। গ্রামবাসীরা অনেক চেষ্টা করেও সফল হতে পারেনি। ভয়ে তারা সরে যায়। এরপর বন দফতরের কর্মীরা হুলা জ্বালিয়ে হাতি দুটিকে কংসাবতী নদী পাড় করিয়ে দিতে সক্ষম হয় বনকর্মীরা।

এরপর হাতি দুটি ফের খড়্গপুরের জয়পুর গ্রামে আবার ঢুকে পড়ে সবকিছু তছনছ করে দিতে থাকে। গ্রাম্বাসীরা ভয়ে ঘরের ভিতর ঢুকে পড়ে। সোমবার রাতের শেষ খবর পাওয়া পর্যন্ত হাতি দুটিকে জঙ্গলের দিকে পাঠানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তারা।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

73 − 63 =